শুক্রবার, ১০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন
চীনা নেতৃত্বের বক্তব্য উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে বেইজিংয়ের দেওয়া বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। চীন তার বক্তব্যে বিপজ্জনকভাবে একটি আক্রমণাত্মক ভঙ্গি গ্রহণ করায় ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে।
প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যদের অস্বাভাবিকভাবে সরাসরি সমালোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন বলেন, বেশি কিছু নয়। শি’র উদ্ধৃতি দিয়ে সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘চীনকে সর্বাত্মক নিয়ন্ত্রণ, ঘেরাও এবং দমনের’ পশ্চিমা প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছে।
শি বলেন, এটি আমাদের দেশের উন্নয়নে অভূতপূর্ব গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে।মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এক সংবাদ সম্মেলনে বলেন, এক্ষেত্রে মার্কিন নীতি অপরিবর্তিত থাকলে ‘বিপর্যয়কর পরিণতি’ হতে পারে।
কিন আরও বলেন, এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র না থেমে ভুল পথে গতি বাড়াতে থাকে, তাহলে কোন রেলিংই লাইনচ্যুত হওয়া ঠেকাতে পারবে না এবং অবশ্যই সংঘাত ও সংঘর্ষ হবে।
বাইডেন প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তিনি যেটিতে কূটনৈতিক ‘রেলিং’ বলেছেন তা দাঁড় করাতে চেয়েছেন।
যাই হোক, গত নভেম্বরে বাইডেন ও শি’র সম্মেলনের পর সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা দেওয়া সত্ত্বেও মার্কিন সামরিকবাহিনী যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় উড়ে বেড়ানো চীনের একটি গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করার পর দুদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।




ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল হোয়াইট হাউস
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্ডার সেক্রেটারি জরুরি বৈঠক
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, লাগবে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে আটক ‘সবকিছুই তেলের জন্য’
হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মেয়র মামদানি
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ার নিন্দায় রাশিয়াসহ বিশ্বের অনেক দেশ 