প্রথম ওভারেই উইকেট তানভীরের
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: লাল-সবুজের জার্সিতে প্রথম ম্যাচ, সেই ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই অভিষেক হওয়া তানভীর ইসলামের ওপর ভরসা রাখলেন টিগার অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বল করতে এসেই উইকেট নিয়ে দুর্দান্তভাবে অভিষেক রাঙালেন তানভীর। নিজের তৃতীয় বলেই তুলে নেন ইংলিশ ওপেনার ফিল সল্টের উইকেট।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আগের দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশের সামনে আজ ইংলিশদের বাংলা ওয়াশ করার হাতছানি।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা ইংলিশদের সামনে প্রথম ওভারেই তানভীরের হাতে বল তুলে দেন সাকিব। প্রথম বলেই ডেভিড মালানের কাছে বাউন্ডারি হজম করলেও তৃতীয় বলেই ফিল সল্টকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর। ৫ রানেই প্রথম উইকেট হারায় ইংলিশরা।
দ্বিতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই আবার বাংলাদেশকে উইকেট উপহার দিতে তাসকিন আহমেদ। মালানের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদনে আউট দিয়েছিলেন মাঠের আম্পায়ার, তবে রিভিউ নিয়ে বেঁচে যান এই ওপেনার। এরপর অবশ্য পাওয়ার প্লে’র বাকিটা সময় টাইগার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন মালান আর বাটলার মিলে।
পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৭ রান তুলে ফেলেছে ইংলিশরা। ২৩ বলে ২৬ রান নিয়ে ব্যাট করছেন মালান, আর বাটলার করেছেন ১২ বলে ১৫ রান।





বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি
শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের
বিসিবির নতুন সভাপতি আমিনুল
হার্ট অ্যাটাকেন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম
কেমন আছেন সাকিব আল হাসান
দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড
ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয় 