বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্ত্রীর ব্যবসা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
স্ত্রীর ব্যবসা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: পার্লামেন্টের চলমান তদন্তের মুখে পড়ে স্ত্রী অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ নিয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর স্ত্রী অক্ষতার শিশুযত্ন-সংক্রান্ত একটি কোম্পানিতে শেয়ার রয়েছে। অভিযোগ উঠেছে, সরকার ঘোষিত নতুন নীতিমালায় অক্ষতার কোম্পানি সুবিধা পেতে পারে।যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আজ বুধবার একটি হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। তাতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্ত্রীর ব্যবসায়িক স্বার্থের বিষয়টি সামনে আনেন। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীর স্বার্থের বিষয়টি স্বচ্ছতার খাতিরে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
তবে যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর পক্ষ থেকে এ–সংক্রান্ত স্বচ্ছতা আনতে সব মন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রকাশের দাবি জানানো হচ্ছে। বুধবার ক্যাবিনেট অফিস প্রকাশিত তালিকায় সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তিকে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের ‘কমিশনার ফর স্ট্যান্ডার্ডস’ গত ১৩ এপ্রিল থেকে এই তদন্ত শুরু করেছে। একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারিত্ব নিয়েই মূলত এই তদন্ত চলছে বলে জানানো হয়।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 