রোনালদোর গোলে ফাইনালে উঠে আল নাসর
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে পাঁচবার অংশ নিয়েছিল সোদি আরবের ক্লাব আল নাসর। কখনই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি তারা। তবে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ফাইনালে জায়গা করে নিয়েছে সৌদি ক্লাবটি।
বুধবার রাতে আসরের সেমিফাইনালে ইরাকি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আল শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। সেইসঙ্গে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে তারা।বুধবার রাতে আসরের সেমিফাইনালে ইরাকি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আল শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। সেইসঙ্গে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে তারা।প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের ৭৫ মিনিটে ডেড লক ভাঙেন রোনালদো। সম্প্রতি আল নাসরে যোগ দেওয়া আরেক তারকা ফুটবলার সাদিও মানে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।স্পট-কিক থেকে থেকে গোল করেন রোনালদো। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেন, ‘অসাধারণ কায়দায় সমর্থনের জন্য এবং সব সময় সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য আমাদের ভক্তদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’





    বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত    
    শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের    
    আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি    
    শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ    
    স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের    
    বিসিবির নতুন সভাপতি আমিনুল    
    হার্ট অ্যাটাকেন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম    
    কেমন আছেন সাকিব আল হাসান    
    দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড    
    ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়    