শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

BBC24 News
রবিবার, ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » অসহযোগ আন্দোলন: সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ নিহত ৯৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » অসহযোগ আন্দোলন: সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ নিহত ৯৩
৪৭৬ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসহযোগ আন্দোলন: সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ নিহত ৯৩

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে আজ রবিবার সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৪ পুলিশ সদস্যসহ অন্তত ৯৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তবে সরকারিভাবে এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ধানমন্ডি থানাধীন ঝিগাতলায় সংঘর্ষে নিহত হয়েছেন আব্দুল্লাহ সিদ্দিকী নামের এক শিক্ষার্থী।

তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের বিবিএর দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী।

ফার্মগেট এলাকায় তাহেদুল ইসলাম নামে (২২) একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে মহাখালী ডিওএইচএস পরিষদের ডি-৮ কনসালটেন্টের জুনিয়র অফিস সহকারী হিসেব পার্টটাইম চাকরি করতেন। তাহেদুল কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এবং অর্নাসে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
উত্তরায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ষাটোর্ধ্ব আনোয়ারুল ইসলাম (প্রকৌশলী)। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।

কারওয়ান বাজার এলাকায় সংঘর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটির রমিজ উদ্দিন (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সন্ধ্যার দিকে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের গ্রামের বাড়ি রংপুর।

বর্তমানে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় থাকত। তার বাবার নাম মো. রাহেল। দুই ভাইয়ের মধ্যে রমিজ উদ্দিন ছোট ছিল।
বিকেলে গুলিস্তান থেকে জহির উদ্দীন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুলল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ছাড়া সন্ধ্যার দিকে এসে অজ্ঞাত আরেক যুবকের (২৫) মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে গেছেন কয়েকজন। তবে কোথা থেকে তাকে আনা হয়েছে এবং কীভাবে মৃত্যু হয়েছে জানাতে পারেননি মেডিক্যাল সংশ্লিষ্টরা।

সাভারে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে জানা গেছে। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদুল হক। ধামরাইয়ে গুলিবিদ্ধ যুবক বিপ্লব (৩০) ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজে মারা গেছে।

লক্ষ্মীপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষে লক্ষ্মীপুরে ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজনের মৃতদেহ লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা আছে। আর চারজনের দেহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর বাসার সামনে পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষণিক নিহতেদর নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা কালের কণ্ঠকে ৮ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল ১০টার দিকে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম (৩৫) ও মেহেদি হাসান (৩২)। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জে এখন পর্যন্ত ১৩ পুলিশসহ ২২ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু খান (৩৯), যুবদল কর্মী আব্দুল লতিফ (২৫) ও ছাত্রদল কর্মী সুমন শেখ (২৫)। রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম (৩৮), রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমিন (৩৯), রায়গঞ্জের বর্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সরোয়ার রিপন (৪০) এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক (৫০) এবং আওয়ামী লীগের আরেক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একজন সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পন কর্মকর্তা (পিপি) আমিনুল ইসলাম তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) এনামুল হক সাগর কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ১৩ জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নরসিংদী

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বা সমর্থক বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে মাধবদী বাজার মসজিদে সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ।

নিহতরা হলেন- সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৩৭), সদর থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছোট গদাইচর এলাকার আবু সায়ীদের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪৮), মাধবদীর আলগী এলাকার আওয়ামী লীগের সমর্থক শাহাজাহান মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫), মাধবদী শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান সোহেল (৪৩)। অজ্ঞাত একজনের পরিচয় পাওয়া যায়নি।

রংপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে সিটি বাজারে সামনে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

পাবনা

পাবনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বেলা ১টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নিহতরা হলেন- জেলার হাজীরহাট এলাকার আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬), বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।

কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেবিদ্বারে একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল্লা রুবেল (৩৩)। তিনি পেশায় গাড়িচালক। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

এদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কনস্টেবলের নাম মো. এরশাদ আলী। এ ছাড়া কোটবাড়িতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রবিবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া কুমিল্লা কোটবাড়িতে আন্দোলন চলাকালে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রবিবার (৪ আগস্ট) বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন রাত ৮টা পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বরিশাল

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী

ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

ভোলা

ভোলায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লেগে মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে খলিফাপট্টি মসজিদের সামনে থেকে নিহতের স্বজনরা তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মো. সবুজ। নিহত জসিম ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর নবীপুর এলাকার আবু তাহেরের ছেলে।

সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেট নগর ও বিভিন্ন উপজেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রাত ৯টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের লাশ এসেছে, আহত হয়ে ভর্তি হয়েছেন ৮২ জন।

নিহতরা হলেন- উপজেলার বারকুট গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩), উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮), ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম, মিনহাজ (২২) ও গৌজ (৪৪)।

মাগুরা

মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী (২৫), মহম্মদপুরের বালিদিয়া গ্রামের যুবক সুমন শেখ (২৬), শ্রীপুরের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবদলকর্মী ফরহাদ (২২) ও আহাদ।

হবিগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে হবিগঞ্জ শহরে একজন নিহত হয়েছেন। নিহত রিপন শীল (২৭) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতনশীলের ছেলে। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুমিন উদ্দিন নিহতের তথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে কিশোরগঞ্জে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই শতাধিক।

জয়পুরহাট

সরকার পতনের এক দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। এসময় সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ ৬৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর

কোটাবিরোধীদের একদফা দাবির অসহযোগ আন্দোলনে শেরপুরে পুলিশের গাড়িচাপায় আন্দোলনকারী তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৫টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহবুবুল ইসলাম (২৪)। তিনি সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার মিরাজ আলীর পুত্র। অপর দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নূর। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার

রবিবার সন্ধ্যায় কক্সবাজার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমিনক ১৬ বছর। তবে নিহতের পরিচয় জানাতে পরেনি পুলিশ।



এ পাতার আরও খবর

সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে
বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ! বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ!
মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কীকরণ আদেশ জারি মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কীকরণ আদেশ জারি
সরকারি গাড়ি বিধিবহির্ভূতভাবে ব্যবহারে ড. ইউনূসের কড়া নির্দেশনা সরকারি গাড়ি বিধিবহির্ভূতভাবে ব্যবহারে ড. ইউনূসের কড়া নির্দেশনা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশে চিকিৎসকদের ‌‌‌‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশে চিকিৎসকদের ‌‌‌‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
৮১ বিচারককে বদলি ৮১ বিচারককে বদলি
ভয়াবহ বন্যার কবলে দেশ, দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় ভয়াবহ বন্যার কবলে দেশ, দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়
বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল সেনাবাহিনী বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল সেনাবাহিনী
বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয় বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয়

আর্কাইভ

ঢাকা ও ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা থাকবে: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল
সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
মাজার-ধর্মীয় স্থাপনা রক্ষার কঠোর নির্দেশ, সরকারের
ইউরোপে ডানপন্থীদের সমর্থন কেন বাড়ছে?
শেখ হাসিনা দেশে ফিরা নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচন সময়ের বিষয়: রিজওয়ানা হাসান
এডিবি-বিশ্বব্যাংকের কাছে ৩ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছেই
শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে : ড. ইউনূস