
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » অভিবাসন কমাতে নতুন নীতিগুলো করছে ব্রিটেন
অভিবাসন কমাতে নতুন নীতিগুলো করছে ব্রিটেন
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার দেশের ‘ব্যর্থ উন্মুক্ত সীমান্তের নীতি’ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। নিচে এই পরিবর্তনগুলোর মূল বিষয়গুলো তুলে ধরা হলো :
নিট অভিবাসন সংখ্যা
স্টারমার নিট অভিবাসন হ্রাসের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেননি। তবে সরকারের নীতিগত নথি অনুযায়ী, এই পরিবর্তনের ফলে বছরে প্রায় এক লাখ মানুষের আগমন কমতে পারে।
একজন সরকারি কর্মকর্তা বলেছেন, যদি সরকার অভিবাসন হ্রাসের অতিরিক্ত পদক্ষেপ নেয়, তাহলে এই সংখ্যা আরো বেশি হতে পারে।
নাগরিকত্ব
যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাস বা পূর্ণ নাগরিকত্বের জন্য আবেদন করতে এখন ১০ বছর থাকার প্রয়োজন হবে, যা বর্তমানে পাঁচ বছর।
যারা যুক্তরাজ্যের অর্থনীতি বা সমাজে বিশেষ অবদান রাখতে পারবে, তারা আরো দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
সরকার এই পরিবর্তনগুলো কার্যকর হওয়ার সময় এবং সেগুলো যুক্তরাজ্যে আগত নতুন অভিবাসীদের ওপর প্রযোজ্য হবে কি না, তা নিয়ে আলোচনা করবে।
পরিচর্যা খাতে কর্মী নিয়োগ বন্ধ
বিদেশিদের নিয়োগের মাধ্যমে এ খাতে কর্মী নিয়োগ বন্ধ করা হবে, যা ইতিমধ্যে জনবলের সংকটে থাকা এই খাতের ওপর আরো চাপ তৈরি করবে।
নীতিগত নথিতে বলা হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত একটি ‘পরিবর্তনকালীন সময়’ থাকবে, যেখানে বিদ্যমান ভিসা বাড়ানো যাবে এবং যুক্তরাজ্যে অবস্থানরত বিদেশিরা পরিচর্যা খাতে চাকরিতে যেতে পারবে।
বিদেশি কর্মী নিয়োগের খরচ বৃদ্ধি
সরকার ‘ইমিগ্রেশন স্কিলস চার্জ’ বা অভিবাসন দক্ষতা চার্জ ৩২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা নিয়োগকর্তারা দক্ষ ভিসা বা অনুরূপ পথে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে পরিশোধ করবেন।
বর্তমানে বড় প্রতিষ্ঠানের জন্য প্রথম বছরের জন্য প্রতি কর্মীর জন্য এই চার্জ এক হাজার পাউন্ড এবং ছোট প্রতিষ্ঠানের জন্য ৩৬৪ পাউন্ড।
সরকার বলেছে, ২০১৭ সালের পর থেকে এই চার্জ বাড়ানো হয়নি, তাই এটি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিবর্তন
আন্তর্জাতিক শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হওয়ার পর যুক্তরাজ্যে কাজ চালিয়ে যেতে পারবে, তবে মেয়াদ কমিয়ে ১৮ মাস করা হয়েছে, যা আগে ছিল দুই বছর।
সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির আয়ের ওপর একটি কর আরোপের বিষয়টি বিবেচনা করছে।
নীতিতে ৬ শতাংশ করের মডেল উল্লেখ করা হয়েছে, যা টিউশন ফি বাড়াতে পারে।
ইংরেজি ভাষার দক্ষতার শর্ত কঠোরকরণ
ভিসার বিভিন্ন পথে ইংরেজি ভাষার দক্ষতার শর্ত আরো কঠোর করা হবে।
আগত কর্মী বা শিক্ষার্থীদের সঙ্গে আসা প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদেরও ভিসা পেতে মৌলিক ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে।
আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে পরিবর্তন
যদিও সোমবারের ঘোষণায় আইনি অভিবাসন কমানোর ওপর জোর দেওয়া হয়েছে, তবে সরকার কিছু আশ্রয়প্রার্থীর দ্রুত অপসারণ সহজ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে।
ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটসের ৮ নম্বর ধারার (যা পরিবারের অধিকারের সুরক্ষা দেয়) ব্যবহার সীমিত করতে আইন প্রণয়ন করা হবে, যাতে কমসংখ্যক মামলা ‘ব্যতিক্রমী’ হিসেবে বিবেচিত হয়।
আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরো সংস্কার পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার।