সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি: পাপন
পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি: পাপন
বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: দীর্ঘ এক যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন মাসে তিন ধাপে পাকিস্তান সফর করবে টাইগাররা। সফরে তিনটি টি-২০, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।
তবে এই সফরকে সামনে রেখে বারবারই সামনে এসেছে পাকিস্তানের নিরাপত্তা ইস্যু। তারই জের ধরে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য আগেভাগে একটি নিরাপত্তা দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন।
এই সফর উপলক্ষে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান। তবে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও বিসিবি আলাদা নিরাপত্তা দল পাঠাচ্ছে। এর মধ্যে ‘ন্যাশলান সিকিউরিটি ইন্টেলিজেন্স’ (এনএসআই) এর একটি দল সফরের আগেই যাচ্ছে।
পাকিস্তান সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের অ্যাডভান্স সিকিউরিটি টিম যাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) থেকে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। এনএসআই থেকে একটি টিম আগেও যাচ্ছে, পরেও যাচ্ছে। ডিজিএফআই থেকেও লোক যাবে। আমরা আমাদের তরফ থেকে যে পূর্ণ প্রস্তুতি নেয়ার সেটা তো নেবোই। তবে নিরাপত্তা নিয়ে বিস্তারিতভাবে এখন কথা বলছি না।’
সবমিলিয়ে পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে আশ্বাসের বাণী শোনালেন পাপন, ‘এটা (নিরাপত্তা) নিয়ে চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এরকম একটা চিন্তা থাকলে তো স্বাভাবিক পারফরম্যান্স আসে না।
মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। আর এমনি টি-টোয়েন্টি অনেক মানসিক চাপের খেলা। প্রতি সেকেন্ডে খেলা ঘুরে যায়। তাই এটাই ওদের (ক্রিকেটারদের) বললাম যে ঠাণ্ডা মাথায় খেলবা। ইনশাআল্লাহ, কিছুই হবে না। আমি আসছি। একসঙ্গে থাকব, একসাথে খাবো। কোনো অসুবিধা নেই।’




বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি
শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের
বিসিবির নতুন সভাপতি আমিনুল
হার্ট অ্যাটাকেন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম
কেমন আছেন সাকিব আল হাসান
দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড
ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয় 