আনসু ফাতির জোড়া গোলে দুর্দান্ত জয় বার্সার
বিবিসি২৪নিউজ, ডেস্ক:   স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে আনসু ফাতির জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। দু’টি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।রবিবার রাতে ক্যম্প ন্যুতে লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্বাগতিকরা। এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়েছে কিকে সেতিয়েনের দল।
ম্যাচের ৩০ মিনিটে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ স্প্যানিশ এ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী ফাতির লিগে গোল হলো চারটি।
অন্যদিকে, ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আচমকা গোল খেয়ে বসে বার্সেলোনা। রোচিনার দূরপাল্লার শটে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের হাতে লেগে বল চলে যায় জালে।
২২ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী বার্সেলোনা।





    বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত    
    শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের    
    আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি    
    শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ    
    স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের    
    বিসিবির নতুন সভাপতি আমিনুল    
    হার্ট অ্যাটাকেন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম    
    কেমন আছেন সাকিব আল হাসান    
    দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড    
    ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয়    