মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন: ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন: ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিনের সফরে ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। এ সময় তিনি নয়াদিল্লি ও আহমেদাবাদে অবস্থান করবেন। আজ মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরের এ তথ্য জানানো হয়।
কৌশলগত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে এবং মার্কিন ও ভারতীয় জনগণের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধনকে আরও উজ্জ্বল করতে প্রেসিডেন্ট ট্রাম্প দুদিনের সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের তথ্যসচিব স্টেফানি গ্রিশাম। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এ দুদিন তাঁরা ভারতে অবস্থান করবেন।
স্টেফানি গ্রিশাম জানান, এ সফর ঘিরে সপ্তাহজুড়ে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নয়াদিল্লি ও আহমেদাবাদে ভ্রমণ করবেন। আহমেদাবাদ হচ্ছে নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের একটি শহর। মহাত্মা গান্ধীর জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই শহর।
ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ২০১০ ও ২০১৫ সালে ভারত সফর করেন।
গত বছরের সেপ্টেম্বরে মোদির যুক্তরাষ্ট্র সফরের পথ ধরেই এবার ট্রাম্পের ভারত সফর হতে যাচ্ছে। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন চলার সময়ে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হন। এরপর দুই নেতা হিউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের অংশগ্রহণে আয়োজিত মেগা অনুষ্ঠান ‘হাউডি মোদি’ সমাবেশে মিলিত হন। এর আগে আগস্টে ফ্রান্সের বিয়ারিটজ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্পে ও মোদির সাক্ষাৎ হয়।
ট্রাম্পের সঙ্গে মোদি গণমাধ্যমের সামনে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দেন। মোদি বলেন, দুই দেশই (ভারত ও পাকিস্তান) এ নিয়ে আলোচনা করতে পারে এবং দ্বিপক্ষীয় সব ইস্যু সমাধান করতে পারে। তিনি বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশকে ঝামেলায় ফেলতে চাই না।’
ভারতে সফর হতে যাচ্ছে ট্রাম্পের এ বছরের দ্বিতীয় বিদেশ সফর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে এ বছর তিনি দুদিনের সফরে সুইজারল্যান্ডের দাভোসে যান।
ট্রাম্পের এ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ আঘি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এ অঞ্চলে একটি বার্তা দেওয়া জরুরি যে ভারত একটি উল্লেখযোগ্য অংশীদার এবং প্রেসিডেন্ট এর মূল্য দেন।




সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত
গাজায় যাচ্ছে আরও ১১টি জাহাজ
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান 