মঙ্গলবার, ১৬ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দ.কোরিয়ার সঙ্গে সীমান্তে যোগাযোগ অফিস বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে-উ. কোরিয়া
দ.কোরিয়ার সঙ্গে সীমান্তে যোগাযোগ অফিস বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে-উ. কোরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে আন্তঃকোরিয়া যোগাযোগের বিষয়ে প্রতিষ্ঠিত একটি অফিসকে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার উপর ক্ষুব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া লোকজনের পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য লিফলেট বিতরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়া সীমান্তে যোগাযোগ অফিস উড়িয়ে দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী কিম ইয়ন-চুল বলেছেন, স্থানীয় সময় আজ (মঙ্গলবার) ২টা ৪৯ মিনিটের সময় উত্তর কোরিয়ার কায়েসং শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে উত্তরের সামরিক বাহিনী হুমকি দেয়ার পর সীমান্তের যোগাযোগ অফিস উড়িয়ে দেয়ার ঘটনা ঘটলো।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফ আজ এক বিবৃতিতে বলেছেন, “উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ও সরকারের যেকোনো সিদ্ধান্তকে আমরা দ্রুত এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।” উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ায় বিরুদ্ধে লিফলেট বিতরণের মাধ্যমে অপপ্রচার চালানোকে কেন্দ্র করে পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া লোকজন মাঝেমধ্যেই বেলুনের মাধ্যমে অথবা নদীপথে বোতলের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লিফলেট বিতরণ করে থাকে।




আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি 