শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের জন বোল্টনের বই প্রকাশ বন্ধের চেষ্টা ব্যর্থ- ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জন বোল্টনের বই প্রকাশ বন্ধের চেষ্টা ব্যর্থ- ট্রাম্প
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই-এর প্রকাশ আটকের দেওয়ার জন্য যে অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তা একজন বিচারক প্রত্যাখ্যান করেছেন।
আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে যথাযথভাবে যাচাই করে দেখা হয়নি।
ওয়াশংটন ডিসিতে আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন মি. বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে একটা “জুয়া খেলেছেন” এবং “দেশকে ক্ষতির মুখে ফেলেছেন”।
কিন্তু তিনি তার রায়ে বলেছেন প্রকাশনাটিতে ”নিরাপত্তাজনিত যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইঞ্জাংশনই যে তার যথাযথ প্রতিকার যুক্তরাষ্ট্রের সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি।
প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দশটি মারাত্মক দাবি,মি. বোল্টনের বই - দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড (যে ঘরে এসব ঘটেছে) বাজারে বেরোচ্ছে ২৩শে জুন। এই বইয়ে মি. বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটাই- প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়লাভ।
এই বইয়ে মি. বোল্টন যেসব দাবি করেছেন তার বেশিরভাগেরই ভিত্তি ব্যক্তিগত কথাবার্তা এবং ফলে সেগুলো যাচাই করা অসম্ভব। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই মি. বোল্টনের এসব দাবি নস্যাৎ করার চেষ্টা করেছে। মি. ট্রাম্প বলেছেন এই বই ”মিথ্যা কাহিনি এবং আষাঢ়ে গল্পে ভরা”।
বইয়ে যেসব অভিযোগ বা দাবি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল:
প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে যাতে জিততে পারেন তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাহায্য চেয়েছেন। তিনি লিখেছেন ”প্রেসিডেন্ট কৃষকদের ওপর গুরুত্ব দিয়েছেন এবং নির্বাচনী ফলাফল প্রভাবিত করতে চীনে সয়াবিন এবং গমের বিক্রি বাড়িয়ে দিয়েছেন”।
মি. ট্রাম্প বলেছেন শিনজিয়াংএলাকায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বন্দী শিবিরে আটকে রাখার চীনা ”সিদ্ধান্ত সঠিক ছিল”
প্রেসিডেন্ট ট্রাম্প ফৌজদারি তদন্তকাজে নাক গলাতে আগ্রহ দেখিয়েছেন ”যেসব একনায়কদের তার পছন্দ, তাদের ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানকে বলেছিলেন তিনি নিজে এই তদন্তের দেখভাল করবেন।
আমেরিকান নেতা বলেছিলেন ভেনেজুয়েলা আক্রমণ করলে ”দারুণ” হবে এবং দক্ষিণ আমেরিকার ওই দেশটি ”আসলে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশ”
প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন না ব্রিটেন পরমাণু শক্তিধর দেশ এবং একবার তার ঊর্ধ্বতন একজন সহযোগীকে জিজ্ঞেস করেছিলেন ফিনল্যান্ড রাশিয়ার অংশ কিনা




নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ‘অকার্যকর, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ চীন-ভারত: জাতিসংঘে ট্রাম্প
জাতিসংঘে গাজায় নির্যাতিত ও ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ছাড়া,বাকি সব রাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান
সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর 