বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শওকত আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই দণ্ডাদেশ দেন। এছাড়া মামলার তিন আসামিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার (শাফি), মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক রয়েছেন।
এক বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন- হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। তাদের মধ্যে আবুল বাদশা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে জমি নিয়ে বিরোধের জেরে সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদি হয়ে ৯ জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেন।
বাদি পক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আশা করেছিলাম সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। যাবজ্জীবন রায়ে আমরা হতাশ। আমরা উচ্চ আদালতে আপিল করব’। উল্লেখ্য, মামলার ৯ আসামির মধ্যে আবুল কাশেম তিন বছর আগেই মারা গেছেন।




বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড
সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর
হাসিনার বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটিই হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদণ্ডমৃত্যুদণ্ড
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় সোমবার 