শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

BBC24 News
শনিবার, ৮ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাড়ি ফেরা মানুষের ঢল,দূরপাল্লার বাস চালু করতে শাজাহান খানের হুমকি!
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাড়ি ফেরা মানুষের ঢল,দূরপাল্লার বাস চালু করতে শাজাহান খানের হুমকি!
১০২৫ বার পঠিত
শনিবার, ৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়ি ফেরা মানুষের ঢল,দূরপাল্লার বাস চালু করতে শাজাহান খানের হুমকি!

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতি বেদক, ঢাকাঃ সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলার কথা সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত৷ কিন্তু শনিবার যাত্রীদের চাপে রাতদিন ২৪ ঘণ্টার জন্যই ফেরি খুলে দেয়া হয়েছে৷
সাবেক নৌমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান দ্রুত দূরপাল্লার বাসও চালুর দাবি জানিয়েছেন৷ অন্যথায় ঈদের দিন এবং ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়েছেন৷

আংশিক লকডাউনে এ বার বন্ধ লোকাল ট্রেন৷ গন্তব্যে পৌঁছনোর বেপরোয়া চেষ্টা নিত্যযাত্রীদের৷ ফলে করোনা বিধির দফারফা৷ কোভিডে লাগাম দিতে তবে কি অন্য রাজ্যের মতো পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে?
ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্যে শুক্রবার রাত থেকেই হাজার হাজার মানুষ মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটে হাজির হতে থাকেন৷ তারা ঢাকা থেকে বিভিন্ন ছোট ও ব্যক্তিগত পরিবহণে ও পায়ে হেঁটে ফেরিঘাটে হাজির হন৷ রাতেই তাদের চাপে মাওয়া ফেরি চালু হয়৷ আর শনিবার দুপুর ১২টার পর চালু হয় পাটুরিয়ার ফেরি৷ পাটুরিয়া ফেরিঘাটের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডয়চে ভেলেকে জানান, এখানকার ১৬টি ফেরিই এখন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে৷ মানুষের চাপে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি করেন তিনি৷ মন্ত্রণালয়ও চাপ সামলাতে ফেরি চালুর অনুমতি দেয়৷ তিনি বলেন, ‘‘আগেই মাওয়া ফেরি চালু হওয়ায় আমরাও চালু করতে বাধ্য হয়েছি৷’’

ফেরিঘাটে সকাল থেকে হয়রানির অভিযোগ করেন সেখানে উপস্থিত কয়েকজন৷ তারা বলেন ফেরি বন্ধ থাকলেও ভিআইপি ও বিশেষ সুবিধায় অনেকের জন্যই ফেরি চলছিল৷ যা সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে৷ এক পর্যায়ে তাদের বেশ কয়েকবার ফেরিতে তুলে আবার নামিয়ে দেয়া হয়৷

দূরপাল্লার বা আন্তঃজেলা বাস না চললেও মানুষ মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ, জেলার মধ্যে চলাচলরত বাস ও ভ্যানে করে গ্রামের বাড়ি রওনা হয়েছেন৷কেন বাড়ি ছুটছেন মানুষ?
ঢাকার মিরপুরের আলাউদ্দিন আহমেদ ছোট ব্যবসা করেন৷ থাকেন মিরপুরে৷ করোনায় তার ব্যবসা বন্ধ৷ গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি৷ কেন করোনার মধ্যেও গ্রামের বাড়ি যেতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘ব্যবসা বন্ধ৷ পরিবার পরিজন নিয়ে ঢাকায় থাকার কোনো উপায় নেই৷ এখানে থাকলে না খেয়ে মরব৷ করোনায় মরব৷’’

তিনি জানান, মিরপুর থেকে ছয়-সাত বার যানবাহন পরিবর্তন করে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছান৷ ফেরি পার হয়ে এভাবেই যানবাহন পরিবর্তন করে করে বাড়ি যাবেন৷ জেলার ভেতরে যে বাস চলছে সেগুলোই তার ভরসা৷ তবে এজন্য অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে তাকে৷

মোহাম্মদ কাওসার থাকেন কল্যাণপুরে৷ সকালেই তিনি অনেক কষ্ট করে ফেরিঘাটে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন৷ তার চাকরি চলে গেছে করোনায়৷ ঢাকায় থাকার মত কোনো উপায় নাই৷ বাসাভাড়াও দিতে পারছেন না৷ ‘‘করোনা হোক আর যাই হোক ঢাকায় থাকার উপায় নেই৷ ঢাকায় থাকলে না খেয়ে মরতে হবে,’’ বলেন কাওসার৷

তবে সবাই যে এই পরিস্থিতিতে ঢাকা ছাড়ছেন তা নয়৷ অনেকই ব্যক্তিগত গাড়ি বা ২৫-৩০ হাজার টাকা ভাড়া দিয়ে মাইক্রোবাসে ঢাকা ছাড়ছেন৷ তারা আসলে গ্রামে সবার সাথে ঈদ করতে যাচ্ছেন৷ সেরকমই একজন সোহরাব আলম বলেন, ‘‘সবার সাথে ঈদ করতে চাই৷ ঢাকায় ঈদে তো ঘরবন্দি হয়ে থাকতে হবে৷ সাবধানে যাচ্ছি৷ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছি৷’’

কিন্তু এই হাজার হাজার মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় নাই৷ ফেরিঘাটের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘‘আমাদের পক্ষে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়৷ এত মানুষের মধ্যে কীভাবে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব?’’শাজাহান খানঃদূরপাল্লার বাস চলবেনা কেন’

---সরকার ১৬ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিলেও দোকান-পাট, সুপার মার্কেট সব খুলে দেয়া হয়েছে৷ সিটি সার্ভিস বাস ও জেলার মধ্যে বাস চলাচলও শুরু হয়েছে৷ তাই দূরপাল্লার বা আন্তঃজেলা বাস অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন শাজাহান খান৷ তিনি বলেন, ‘‘সবকিছু খোলা থাকলে দূরপাল্লার বাস চলবেনা কেন? আমরা অবিলম্বে বাস চালুর দাবি জানিয়েছি৷ অন্যথায় ঈদের দিন দুপুর ১০টা থেকে দুই ঘণ্টা সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করব৷ ঈদের পর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷’’ তিনি দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানো হবে৷ অর্ধেক আসন খালি রাখা হবে৷

তাদের পক্ষ থেকে যাননবাহন মেরামত, র্কমচারী ও শ্রমিকদের বতেন-ভাতা ও ঈদ বোনাস ইত্যাদি দেয়ার জন্য গাড়ির মালকিদের নাম মাত্র সুদে ও সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনারও দাবি করা হয়েছে সরকারের কাছে৷

বাংলাদেশে ১৩ মে থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনায় যার যার অবস্থানে থেকে ঈদ করার আহ্বান জানিয়েছেন৷ আর সরকারি কর্মকর্তারা ছুটিতেও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে আদেশ দেয়া হয়েছে৷



এ পাতার আরও খবর

গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো  ইরান ১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান
বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি
বাংলাদেশ থেকে আরো জনবল নিবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে আরো জনবল নিবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
আগে সংস্কার পরে নির্বাচন : ইইউ রাষ্ট্রদূত আগে সংস্কার পরে নির্বাচন : ইইউ রাষ্ট্রদূত
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক
শাপলা চত্বর গণহত্যা: ৯৩ জন শহিদের তালিকা প্রকাশ শাপলা চত্বর গণহত্যা: ৯৩ জন শহিদের তালিকা প্রকাশ
পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ
পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
ইসরায়েলি নৃশংসতা-গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা ইসরায়েলি নৃশংসতা-গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা

আর্কাইভ

গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান
বাংলাদেশ সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি
বাংলাদেশ থেকে আরো জনবল নিবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
আগে সংস্কার পরে নির্বাচন : ইইউ রাষ্ট্রদূত
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক
শাপলা চত্বর গণহত্যা: ৯৩ জন শহিদের তালিকা প্রকাশ
পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ
পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
ইসরায়েলি নৃশংসতা-গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা