মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাসের উৎপত্তির এবার আমেরিকাকে দায়ী করলেন- চীন
করোনাভাইরাসের উৎপত্তির এবার আমেরিকাকে দায়ী করলেন- চীন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তির বিষয়ে অন্য দেশের প্রতি আঙ্গুল তোলা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, অন্য দেশকে অভিযুক্ত না করে বরং নিজেদের দেশের জৈব-গবেষণাগারগুলোতে এর উৎপত্তির রহস্য খোঁজ করুন।
গতকাল (সোমবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেছেন। তিনি বলেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল তাকে উপেক্ষা করছে আমেরিকা। রিপোর্টে বলা হয়েছিল, কোনো গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুঁজে পাওয়া যায় নি।
করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার ব্যাপারে অন্য দেশকে দোষারোপ করার জন্য চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার সমালোচনা করে বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার নিজেরই ভূমিকা রয়েছে এবং চীনকে দোষারোপ করে আমেরিকা নিজেকে সে দায় থেকে মুক্ত করতে পারবে না।
ওয়াং ওয়েনবিন
ওয়াং ওয়েনবিন আরো বলেন, আমেরিকাই প্রথম করোনাভাইরাসের গবেষণা শুরু করে এবং এক্ষেত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে গড়ে তোলে। করোনাভাইরাসের ক্ষেত্রে তারা বিশ্বের যেকোন দেশের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় ও গবেষণা করেছে।
ওয়েনবিন বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, মার্কিন অধ্যাপক ব্যারিক ১৯৯০ এর দিকে করোনাভাইরাসের গবেষণা শুরু করেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা কবে আমেরিকার নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি এবং ফোর্ট ডেইট্রিকে মার্কিন সামরিক বাহিনীর মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তদন্ত করবেন?




বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়, মোদীর পোস্ট
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছেন ভারত 