রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত- রাশিয়া টুডে
মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত- রাশিয়া টুডে
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ বিস্ফোরণের সময় সৃষ্ট গোলযোগের ভেতরে মার্কিন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে এবং এতে বহু মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়া টুডে গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের সবাই আত্মঘাতী বোমা হামলায় নিহত হন নি।
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮০ জন নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বৃহস্পতিবার নিহত এক ব্যক্তির ভাই বলেন, “আমার ভাই ও তার স্ত্রী গুলিতে মারা গেছেন।”
আরেকটি সূত্র দাবি করেছে, ওইদিন নিহত আরেক ব্যক্তি যিনি মার্কিন সেনাদের সঙ্গে কাজ করতেন তিনি তাদের গুলিতেই নিহত হন। সূত্রটি জানিয়েছে নিহত ব্যক্তির মাথায় একটি গুলির আঘাতের ক্ষত পাওয়া গেছে। এছাড়া তার দেহের কোথাও কোনো ক্ষত পাওয়া যায় নি।




পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, বিভ্রান্তিকর প্রচারণা : মুখপাত্র
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বাংলাদেশের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
আগেভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ 