শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ডনাল্ড ট্রাম্প ক্যাপিটলে হামলার করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপীর কাছে উদ্বেগের সৃষ্টি করেছেন- বাইডেন
ডনাল্ড ট্রাম্প ক্যাপিটলে হামলার করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপীর কাছে উদ্বেগের সৃষ্টি করেছেন- বাইডেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন-যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার প্রথম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি যে ঘোষণা দিয়েছিলেন তা “ঈশ্বরের সত্য”। গত বছর ৬ই জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা করে যা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মৌলিক পরিবর্তন ঘটিয়েছে এবং এ দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করে।
বাইডেনের সমালোচনা মূলত তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহিংস সমর্থকদের নিয়ে।প্রেসিডেন্ট বাইডেন বলেন, “আমাদের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট, শুধুমাত্র নির্বাচনে হার নয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বাধা দেয়ার চেষ্টা করেন, যখন সহিংস দাঙ্গাকারিরা ক্যাপিটল হিলের ভেতরে ভাংচুর করে । তবে তারা ব্যর্থ হয়েছে।”তিনি আরও বলেন, “আমি এই আঘাত নেবো”।
প্রেসিডেন্ট বাইডেন, “গণতন্ত্রের ওপর হামলা হয়েছে। আমরা জনগণ তা সহ্য করেছি। আমরা টিকে আছি”।
প্রেসিডেন্ট এবং অন্যান্য কংগ্রেশনাল ডেমোক্রেটরা দিনের কর্মসূচী শুরু করেন স্ট্যাচুয়ারি হলে যেখানে এক বছর আগে দাঙ্গাকারিরা ক্যাপিটল হিলের অন্যান্য বিভিন্ন অংশের মতো ভাংচুর করেছিল এবং নির্বাচনী ভোট গণনায় বাধা দিয়েছিল।
সেদিন কি ঘটেছিল এবং ২০২০ সালের নির্বাচনে বহু রিপাবলিকান কর্তৃক বাইডেনের জয়কে অব্যাহতভাবে প্রত্যাখ্যান করাসহ সেই হামলার বিষয়ে কি ধরণের মিথ্যা ব্যাখ্যা দেয়া হয়েছিল তার মধ্যে একটি পার্থক্য টানেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, “আমি, আপনি এবং গোটা বিশ্ব আমাদের নিজেদের চোখে দেখেছি।“
যারা শুনছেন তাদেরকে তিনি চোখ বন্ধ করে সেদিন যা দেখেছিলেন তা স্মরণ করতে বলেন, সেই ভয়াবহ, হিংস্র ঘটনা যাতে জনতা পুলিশের ওপর হামলা করেছিল, হাউস স্পিকারকে হুমকি দিয়েছিল, ফাঁসিকাষ্ঠ বানিয়ে ভাইস প্রেসিডেন্টকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিয়েছিল, আর তার সবকিছু হোয়াইট হাউজে বসে টিভিতে দেখেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
বাইডেন বলেন, “এটাই হচ্ছে ৬ই জানুয়ারি ২০২১ সম্পর্কে ঈশ্বরের সত্য”।” তারা সংবিধান বিকৃত করার চেষ্টা করেছিল”।
দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি এবং ভারচুয়ালি অংশ নেবেন ডেমোক্রেটরা। তবে প্রায় সব রিপাবলিকানই অনুপস্থিত থাকবেন।
এই বিভক্তিই দুই দলের মতো বিরোধের পরিষ্কার প্রমাণ যখন থেকে শত শত ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে সহিংসভাবে পুলিশকে উপেক্ষা করে, হাত এবং ফ্ল্যাগপোল ব্যবহার করে জানালা ভেঙ্গে ঢুকে পড়ে এবং বাইডেনের নির্বাচনী বিজয় প্রত্যায়নকে বাধা দেয়।
পরবর্তীতে বেশিরভাগ কংগ্রেশনাল রিপাবলিকান ঐ হামলার নিন্দা জানালেও তাদের বেশিরভাগই সাবেক প্রেসিডেন্টের প্রতি অনুগত ছিলেন।
ঐ হামলার তদন্তকারী হাউজ কমিটির প্রধান এবং ক্যাপিটলে আজকের অনুষ্ঠানে অংশ নেয়া হাতেগোনা কজন রিপাবলিকান প্রতিনিধির একজন, লিজ চেনি সতর্ক করে দিয়ে বলেন “হুমকি অব্যাহত রয়েছে। ট্রাম্প “এখনো একই দাবী করে আসছেন যদিও তিনি জানেন এই দাবী ৬ জানুয়ারির হামলার কারণ ছিল ”।
এনবিসিতে তিনি বলেন, “দুঃখজনকভাবে আমার দলের অনেকেই সাবেক প্রেসিডেন্টের সমর্থন করছেন, তারা অন্যভাবে দেখছেন অথবা বিপদ কমাচ্ছেন। এভাবেই গণতন্ত্র মারা যায়। আমরা সেটা কোনভাবেই হতে দিতে পারি না”।




যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ‘অকার্যকর, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ চীন-ভারত: জাতিসংঘে ট্রাম্প
জাতিসংঘে গাজায় নির্যাতিত ও ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ছাড়া,বাকি সব রাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান 