শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কর্মসূচি রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন- জাতিসংঘ
ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র কর্মসূচি রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন- জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ রাশিয়া অভিযোগ করেছে, রাসায়নিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে ইউক্রেন। তবে জাতিসংঘ বলছে, তাদের কাছে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
গত বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়।
অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার বৈঠকের সময় নির্ধারণ করে জাতিসংঘ।
বৈঠকে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক প্রতিনিধি ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোনো ধরনের জীবাণু অস্ত্র কর্মসূচি চলছে বলে জাতিসংঘের জানা নেই। ইউক্রেন ও রাশিয়া দুই দেশই বায়োলজিক্যাল উয়িপনস কনভেনশন (বিডব্লিউসি) নামক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে।
১৯৭৫ সালে বিডব্লিউসি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে জীবাণু অস্ত্রকে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়া দাবি করেন, ইউক্রেনে ৩০টি জীবাণু অস্ত্র পরীক্ষাগারের একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে মস্কো।
তবে জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধকে ন্যায্য প্রমাণের জন্য নিরাপত্তা পরিষদকে ব্যবহারের চেষ্টা করছে রাশিয়া। তারা ভুয়া তথ্যের বৈধতা আদায় করতে চাইছে এবং জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।




ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না: ড. খলিলুর 