শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল
৫০৪ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন কিংবা সবখানেই দোর্দণ্ডপ্রতাপে সাফল্য ধরে রেখেছে লিভারপুল। ইতোমধ্যেই ইউরোপ সেরার মঞ্চে শেষ আটে পৌঁছে যাওয়া অলরেডরা প্রিমিয়ার লীগে এবছর হারেনি একটি ম্যাচও। শেষ নয় ম্যাচের ৮টিতেই জয় ইয়ুর্গেন ক্লপের দলের। সবশেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে সালাহ-মানেরা। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে সহজ জয়ে ‘২ হাজারি’ ক্লাবের সদস্য হয়েছে লিভারপুল। শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের মাঠে ২-০ গোলের জয়ে ২ হাজারতম গোল পূর্ণ করেছে ক্লপের দল।

প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে লিড নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
ব্রাইটনের মাঠে বল দখলে কিঞ্চিৎ পিছিয়ে থাকলেও আক্রমণে ধার দেখায় লিভারপুল। ৪৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় অলরেডরা।

যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অপরদিকে ৫২ শতাংশ বল দখলে রাখা ব্রাইটন ৮টি শটের ৩টি লক্ষ্যে রাখে।
শুরুতে অবশ্য দাপট দেখায় ব্রাইটন। পঞ্চম মিনিটে ২৫ গজ দূর থেকে নিয়াল মুপের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল। অষ্টম মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট ঠেকান আলিসন বেকার।

নবম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। সালাহ খুঁজে নেন সাদিও মানেকে। সেনেগাল ফরোয়ার্ডের শট রবার্ট সানচেজের হাত ছুঁয়ে পাশের জালে লাগে।
১৯তম মিনিটে লিভারপুল এগিয়ে যায়। জোয়েল মাতিপের লম্বা ক্রসে ডি-বক্সে বল পেয়ে হেডে জালে পাঠান দিয়াজ। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই তৈরি করতে পারেনি পরিষ্কার সুযোগ।বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন ট্রোসার্ড। ফাঁকা জায়গায় বল পেয়ে উড়িয়ে মারেন তিনি। ৫৬তম মিনিটে ১৫ গজ দূর থেকে সালাহর শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লাগে। তিন মিনিট পরই স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মিশরের এই ফরোয়ার্ড। ডি-বক্সে ব্রাইটনের মিডফিল্ডার ইভস বিসোমার হাতে বল লাগলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

প্রিমিয়ার লিগে এটি লিভারপুলের দুই হাজারতম গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করল তারা।
২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ব্রাইটন।



ভারতকে হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
পাকিস্তানে হামলায় ৭০ জঙ্গি- সন্ত্রাসী হত্যার দাবি ভারতের
ভারতের ৩ রাফাল, মিগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানে ভারতের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৬
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটে কেন্দ্রীয় ব্যাংক
ঈদুল আজহার ছুটি ১০ দিন
ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ
ইউক্রেনের মুহুর্মুহু ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ ঘোষণা
খালেদা জিয়া বাসভবন ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়ন
একদিনে ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা বহু হতাহত