বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালা গ্রেফতার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালা গ্রেফতার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস
বিবিসি২৪নিউজ,মোঃ সুমন মিয়া,(নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপাের্টেশন পুর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্বভার গ্রহণের কিছুদিনের মধ্যে অভিবাসন বিষয়ে আইন প্রয়োগে সহনশীল ও মানবিক বিবেচনাকে অধিকতর গুরুত্ব প্রদান করার নির্দেশ প্রদান করেন। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনার পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপাের্টেশন এর উদারনৈতিক নীতিমালা প্রয়োগ শুরু করে । বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকান্ডে জড়িত, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ব্যক্তিবর্গ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্রবিহীন অন্য সকলের জন্য উদারনৈতিক নীতিমালার বিবেচনায় গ্রেফতার ও ডিপোর্টেশন হ্রাস পেতে থাকে। ২০২১ অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট গ্রেফতার করে প্রায় ৭৪০০০ জনকে যার মধ্যে নতুন উদারনৈতিক নীতিমালা গ্রহণের পর গ্রেফতার করা হয় ৪৫৭৫৫ জনকে । এদের অর্ধেকের মত ছিল আদালতে দোষী সাব্যস্ত ক্রিমিনাল। প্রায় ৫৫% ছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। এর আগের অর্থবছরে গ্রেফতারের সংখ্যা ছিল এক লক্ষেরও বেশী। এঝাড়া গত অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ দুইটি ইমিগ্রেশান ডিটেনশান সেন্টার বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী পারিবারিক ডিটেনশান ও কর্মক্ষেত্রে বড় ধরনের ধরপাকরও বন্ধ রেখেছে। এছাড়া অভিবাসন সংক্রান্ত গ্রেফতারকৃতদের জেলে নেওয়ার পরিবর্তে বিকল্প হিসেব এঙ্কল ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্র থেকে ডিপাের্টেশনও হ্রাস পেয়েছে ব্যাপকমাত্রায়। গত বছর (২০২১ সালে) যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৯ হাজার অভিবাসীকে ডিপোর্ট করা হয় । আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এর মেয়াদকালের সর্বশেষ বছরে (২০২০ সালে) যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয় ১৮৫,৮৮৪ জনকে।




থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প 