শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সমালোচনার মুখে গণমাধ্যম কর্মী আইন
বাংলাদেশে সমালোচনার মুখে গণমাধ্যম কর্মী আইন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন সমালোচনার মুখে পড়েছে৷ বিশেষ করে পেশাদার সাংবাদিকরা এর বিরোধিতা করছেন৷ এই আইন নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) তাদের অবস্থান জানাতে (শুক্রবার) রাতে জরুরি বৈঠক ডেকেছে৷
২৮ মার্চ প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করা হয়৷ টিআইবি এরই মধ্যে বিবৃতি দিয়ে আইনটির বেশ কিছু ধারার সমালোচনা করেছে৷ তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী শুক্রবার ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে টিআইবির সমালোচনা করে বলেছেন, ‘‘কর্মপরিধির বাইরে গিয়ে কথা বলা টিআইবির অভ্যাসে পরিণত হয়েছে৷ এই প্রস্তাবিত আইন আইন দুর্নীতির কোনো বিষয় নয়৷’’
তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, ‘‘আমরা আইনটি পর্যালোচনা করে দেখবো৷ অংশীজনের সঙ্গে কথা বলবো৷ তারপর আমরা আমাদের মতামত দেবো৷’’
আমরা আইনটি পর্যালোচনা করে দেখব: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক …
বিএফইউজের সভাপতি মো. ওমর ফারুক দাবি করেন, প্রস্তাবিত আইনটির ৫৪টি ধারার মধ্যে ৩৭টি ধারাই সাংবাদিকবান্ধব নয়৷ এই আইনটি মালিকদের সুবিধার জন্য করা হয়েছে৷ সবচেয়ে বড় কথা হলো, আইনটি পাস হলে সাংবাদিকরা রুটি-রুজি এবং অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন করতে পারবেনা৷ তারা শ্রম আইনের সুবিধা পাবেন না৷’’
তিনি বলেন, ‘‘এই আইনে সাংবাদিকদের চাকরিজীবন শেষে সার্ভিস বেনিফিট অর্ধেক করে দেয়া হয়েছে৷ আগে গ্র্যাচুইটির বিধান ছিল প্রতিবছর দুইটি, এখন একটি করা হয়েছে৷ আগে বিনোদন ছুটি তিন বছরে ৩০ দিন ছিল, সেটা কেটে ১৫ দিন করা হয়েছে৷ সাংবাদিক ইউনিয়ন করার অধিকার খর্ব করা হয়েছে৷ কল্যাণ সমিতির কথা বলা হয়েছে৷ কিন্তু কোনো সাংবাদিক যদি অন্য হাউজের সহকর্মীর বিপদে ছুটে যেতে চান, তাকে ছুটি নিয়ে যেতে হবে, অন্যথায় শাস্তির মুখোমুখি হতে হবে৷’’
তিনি বলেন, এই আইনে ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য কিছু বলা হয়নি৷ ‘সম্পাদক’ শব্দটি নেই৷ এটা একটা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আইন৷এই আইনে সাংবাদিকদের মাসের বেতন প্রথম সাত কর্মদিবসের মধ্যে দেয়ার কথা বলা হয়েছে৷ কিন্তু না দিলে কী হবে তা বলা হয়নি৷ তবে নিম্নতম হারের চেয়ে কম বেতন দিলে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের কথা বলা হয়েছে৷ শ্রম আদালত নয়, সাংবাদিকদের জন্য নতুন ‘গণমাধ্যম আদালতের’ কথা বলা হয়েছে৷ সাংবাদিক ছাঁটাই, বরখাস্তের বিধানে সরকারকে অবহিত করার বিষয় রয়েছে৷ আর অসদাচরণের জন্য বরখাস্তের কথা বলা হলেও অসদাচরণের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি৷ ওয়েজবোর্ড সরকার গঠন করবে বলা হলেও তা বাধ্যতামূলক করা হয়নি৷
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘এই আইনটি হলো সাংবাদিক এবং সংবাদকর্মীদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করার জন্য৷ কিন্তু এই আইনে কিছু ভালো দিক থাকলেও সেই অধিকার ও সুরক্ষা কতটা নিশ্চিত হবে, তা নিয়ে সন্দেহ আছে৷ বলা হয়েছে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে৷ এটা কিসের ভিত্তিতে বলা হলো? খাবার ও বিশ্রামের সময় কোথায়? পৃথিবীর কোনো দেশেই সপ্তাহে ৩৫-৪০ ঘণ্টার বেশি কাজ করার বিধান নেই৷ সপ্তাহে একদিন ছুটির কথা বলা হয়েছে৷ কিন্তু দেশে দুইদিন ছুটি প্রচলিত৷ গণমাধ্যমকর্মীদের ৪৮ ঘণ্টার পরে ওভারটাইম করানো যাবে৷ কিন্তু সেটা সর্বোচ্চ কত ঘণ্টা আর ওভারটাইমের ভাতার হিসাব কী হবে তা-ও বলা নেই৷ এই বিষয়গুলোকে আমরা বৈষম্যমূলক।




দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
মদ বিক্রির অনুমতি দিল সৌদি সরকার
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স
তারেক রহমান এখনো সরকারের কাছে ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান 