শুক্রবার, ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত : সিআইএ
ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত : সিআইএ
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এক হিসাবে জানান, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছেন। আহত সম্ভবত ৪৫ হাজার সেনা। গতকাল বুধবার
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অলাভজনক প্রতিষ্ঠান আস্পেন সিকিউরিটি ফোরামের এক অনুষ্ঠানে যোগ দেন সিআইএ প্রধান। সেখানে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন।উইলিয়াম বার্নস বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সবশেষ হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ১৫ হাজারের কাছাকাছি রুশ সেনা নিহত হতে পারে। এর তিনগুণ রুশ সেনা আহত হতে পারে।’
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহতের এই পরিসংখ্যা তুলে ধরে সিআইএর পরিচালক বলেন, রাশিয়ার ক্ষতিটা বেশ তাৎপর্যপূর্ণ।যুদ্ধে ইউক্রেনীদের হতাহতের সংখ্যাও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন উইলিয়াম বার্নস। তিনি বলেন, ইউক্রেনীয় পক্ষেও হতাহতের সংখ্যা অনেক। তবে তা সম্ভবত রাশিয়ার চেয়ে কম। কিন্তু, উল্লেখযোগ্যসংখ্যক ইউক্রেনীয় হতাহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রনে হামলা শুরু করে রুশ বাহিনী। চলমান যুদ্ধে ঠিক কতজন রুশ সেনা হতাহত হয়েছেন, তার হালনাগাদ তথ্য দিচ্ছে না ক্রেমলিন। ইউক্রেনে রুশ সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।




আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা 