রবিবার, ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ গ্যাস সম্পূর্ণ বন্ধ করেও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
ইইউ গ্যাস সম্পূর্ণ বন্ধ করেও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির সুফল সম্পূর্ণভাবে রাশিয়ার অনুকূলে গেছে। গণমাধ্যমটি আরো বলেছে, রাশিয়া তার প্রাকৃতিক গ্যাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী এক বছরের জন্য বন্ধ রাখতে পারে, তাতে তার অর্থনীতির মারাত্মক কোনো ক্ষতি হবে না। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত উধৃত করে ব্লুমবার্গ এই খবর দিয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির বর্তমান বাজার মূল্যের কারণে শুধুমাত্র তেল বিক্রির অর্থ দিয়ে রাশিয়া তার আগের গ্যাস ও তেল বিক্রির সমান অর্থ পাচ্ছে। ফলে আগামী এক বছর পর্যন্ত যদি রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গ্যাস রপ্তানি না করে তাহলেও তাতে জাতীয় অর্থনীতির কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, আগামী তিন বছর পর্যন্ত রাশিয়া ইউরোপে মাত্র শতকরা ২০ ভাগ গ্যাস রপ্তানি করে তার অর্থনীতিকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারবে।
এছাড়া বর্তমানে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার পরেও তৃতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে মস্কোর আয় হবে দুই হাজার কোটি টাকা।
ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের নেতারা বারবার বলছেন যে, রাশিয়া তার গ্যাস সম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে রাশিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
কারিগরি ত্রুটির কারণে রাশিয়া সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গ্যাসের সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এতে গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে তিন দিনের জন্য নর্ড স্ট্রিম ওয়ান পাইপ লাইন দিয়ে ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তাতে গ্যাসের দাম আরো বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।




রুশ সেনাদের আক্রমণপ কঠিন পরিস্থিতির মুখে ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
প্রবাসীদের রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইতালি: মেলোনি
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিল প্রেসিডেন্টের বৈঠক
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহোরকাই
ইতালির প্রধানমন্ত্রীর মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
রাশিয়ার ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধবিমান
যুক্তরাজ্যে ট্রাম্পের নানার বাড়িতে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর 