রবিবার, ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে যে তথ্য পাওয়া গেছে
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে যে তথ্য পাওয়া গেছে
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় ২৬ আগস্ট শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকেই এফবিআই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে মার্কিন ফেডারেল বিচারক গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেন। নির্দেশের মাত্র এক দিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো।
আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা সংবলিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’
তবে এর আগে মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তারা বলেছিল, এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়।
মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।




বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আরও ৫ দেশ
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের
অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়-সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র
অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন ট্রাম্প
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’ 