রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » আবারো চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপণ স্থগিত করল নাসা
আবারো চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপণ স্থগিত করল নাসা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা দ্বিতীয় দফায় চন্দ্র অভিযানের জন্য আর্মেটিস মিশনের এস এল এস রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে। নাসা জানিয়েছে, রকেটের জ্বালানি ট্যাংকিতে আরো একটি ছিদ্র পাওয়া গেছে।
গতকাল (শনিবার) ১০০ মিটার দীর্ঘ এ রকেট উৎক্ষেপণের কথা ছিল। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে এক দফা এই রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা স্থগিত করতে বাধ্য হন নাসার বিজ্ঞানীরা।
গতকাল দ্বিতীয় দফায় রকেট উৎক্ষেপণ বন্ধের ঘোষণা দেয়ার পর কবে এই রকেট নতুন করে উৎক্ষেপণ করা হবে তার সম্ভাব্য কোনো তারিখ নাসা জানায়নি।
রকেটের জ্বালানি ট্যাংকিতে যে ছিদ্র দেখা দিয়েছে তা ঠিক করতে হলে রকেটকে লঞ্চ প্যাড থেকে খুলে নিতে হবে এবং ঠিকঠাক করার পর আবার তাকে হ্যাঙ্গারে ফিরে আনতে হবে। সেক্ষেত্রে অক্টোবরের দিকে রকেট উৎক্ষেপণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রকেট উৎক্ষেপণ প্রকল্পের পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-থমসন এবং তার দল এই ছিদ্র ঠিক করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। ছিদ্র বন্ধের জন্য তারা প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টা চালান। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে রকেট উৎক্ষেপণ স্থগিতের ঘোষণা দেয়া হয়।
নাসা নতুন করে চাঁদে অভিযান পরিচালনার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে প্রথমে মানুষ বিহীন রকেট পাঠাতে চায়। এই অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাসা দ্বিতীয় রকেট পাঠাবে এবং তাতে মানুষ থাকবে। ৫০ বছর আগে আমেরিকা সর্বপ্রথম চাঁদের বুকে মানুষ পাঠিয়েছিল। এখন তারা নতুন করে আবার চাঁদে মানুষ পাঠাতে চায়।




তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প 