রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া পারমাণবিক ওয়ারহেড খুলে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে: ব্রিটেন
রাশিয়া পারমাণবিক ওয়ারহেড খুলে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করছে: ব্রিটেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে টুইটারে পোস্ট করা হালনাগাদ গোয়েন্দা তথ্যে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলে, “রাশিয়া খুব সম্ভবত পুরনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো থেকে সেগুলোর পারমাণবিক ওয়ারহেডগুলি খুলে ফেলছে এবং বিস্ফোরকবিহীন ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে নিক্ষেপ করছে।” ক্ষেপণাস্ত্রের সম্মুখভাগের বিস্ফোরক সম্বলিত অংশটিকে ওয়ারহেড বলা হয়।
“উন্মুক্ত উৎস থেকে পাওয়া ছবিতে, একটি আপাতদৃষ্টিতে ভূপাতিত এএস-১৫ কেইএনটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএলসিএম) দেখা গিয়েছে, যেগুলোকে ১৯৮০’র দশকে শুধুমাত্র পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য নকশা করা হয়েছিল। ওয়ারহেডটিকে খুব সম্ভবত ব্যালাস্ট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।”
মন্ত্রকটি বলে, “যদিও এমন নিরস্ত্র ক্ষেপণাস্ত্রও সেটির গতিশক্তি ও অব্যবহৃত জ্বালানীর ফলে কিছুটা ক্ষতিসাধন করতে পারবে, তবুও লক্ষ্যবস্তুতে সেগুলোর উদ্দেশিত প্রভাব অর্জন করার সম্ভাবনা বেশ কম। রাশিয়া প্রায় নিশ্চিতভাবেই এমন আশা করছে যে, এই ক্ষেপণাস্ত্রগুলো ফাঁদ হিসেবে কাজ করবে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যচ্যূত করবে।”
ব্রিটেনের সংস্থাটি বলে, “রাশিয়ার উদ্দেশ্য যাই হোক না কেন, এমন কাজ এটাই তুলে ধরে যে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা কমে এসেছে।”
এদিকে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে দেশটির কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে । রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর তারা বৈদ্যুতিক গ্রিড মেরামতে কিছুটা অগ্রগতি করেছে, তবে অন্ধকারে নিমজ্জিত ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষকে তৎক্ষণাৎ সাহায্য করতে তারা এখনও সক্ষম হয়নি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সান্ধ্যকালীন বক্তব্যে শুক্রবার বলেন যে, বুধবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে কর্মীরা সক্ষম হয়েছে। তবে, তিনি বলেন যে, ইউক্রেনের ৬০ লক্ষ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
জাতীয় বৈদ্যুতিক গ্রিড পরিচালনাকারী সংস্থা, উক্রেনআরগো শুক্রবার জানায় যে, এখনও ৩০% বিদ্যুৎ সংযোগ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। মানুষজনকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়েছে উক্রেনআরগো।
জেলেন্সকিও মানুষজনকে নিজেদের বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য অনুরোধ করেছেন।




জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে: সারাহ কুক
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
দিল্লিতে মোদি-পুতিন বৈঠক, ভারত-রাশিয়া কি চুক্তি হয়েছে?
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে আর ৩০টির দেশ
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
পুতিনের ‘উড়ন্ত ক্রেমলিন’ যেন এক রাজপ্রাসাদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ অত্যাধুনিক প্রযুক্তির ভরপুর
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প-রয়টার্স 