শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল।
আর দক্ষিণ কোরিয়ার জন্য আজ ছিল বাঁচা-মরার ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে পর্তুগালকে হারানো ছাড়া উপায় ছিল না দেশটির।
সেইসঙ্গে উরুগুয়ের ম্যাচের দিকেও তাদের তাকিয়ে থাকতে হয়েছে। ২-০ গোলে ঘানাকে হারিয়েছে উরুগুয়ে।
কিন্তু জিতেও ছিটকে গেল উরুগুয়ে। পয়েন্ট ও গোলপার্থক্য সমান সমান উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার।
কিন্তু ফেয়ার প্লে-র কারণেই দক্ষিণ কোরিয়া চলে গেল নকআউট পর্বে। ছিটকে গেলেন সুয়ারেজরা।
২০০২ বিশ্বকাপেও কোরিয়ার কাছে হেরেছিল পর্তুগাল। এ দিনও হারল রোনাল্ডোর টিম।
২-১ জিতে কোরিয়া বাজিমাত করল। ইনজুরি টাইমের গোল পুরো অঙ্কই বদলে দিল।
শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ ৯১তম মিনিটে ২-১ এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ওয়াং হি চ্যান-এর দুরন্ত গোলে এগিয়ে যায় দেশটি।
ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল।
গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।
এক গোল খেয়েই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।




ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
জাতীয় ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 