শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
BBC24 News
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আফ্রিকা | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো
প্রথম পাতা » আফ্রিকা | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো
৩৬৫ বার পঠিত
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কো

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ নক আউটপর্বের স্পেন ও মরক্কো মধ্যকার ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল দিতে পারেনি কেউই। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও ফলাফল না এলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে শক্তিশালী স্পেনকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠল আফ্রিকান দল মরক্কো।

টাইব্রেকারে মোট তিনটি শট নেওয়ার সুযোগ পেয়েছে স্পেন। কিন্তু গোল মরক্কোর জালে একটি বলও স্পর্শ করাতে পারেননি স্প্যানশি ফুটবলাররা। প্রথম শট বারে লাগে এবং পরের দুটি শট রুখে দেন মরক্কান গোলকিপার। এদিকে প্রথম দুই শটে গোল পায় মরক্কো। তৃতীয় শটে গোল না হলেও পরেরবার ঠিক পায় দলটি। তাতেই জয় নিশ্চিত হয় মরক্কোর।

ইডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে স্পেন এগিয়ে থাকলেও আক্রমণে দুদলের সমান আধিপত্য ছিল। পুরো ম্যাচের ৭৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় স্পানিশ ফুটবলাররা। আর মরক্কোর গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি।

অন্যদিকে বল দখলে স্পেনের চেয়ে ঢের পিছিয়ে ছিল আফ্রিকান দলটির ফুটবলাররা। পুরো ম্যাচের কেবল ২৬ শতাংশ সময় ধরে নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পারে মরক্কো। আর স্পেনের গোলবার বরাবর শট নিয়েছে একটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।

ম্যাচের ১২তম মিনিটে ভালো সুযোগ পায় মরক্কো। আশরাফ হাকিমির ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। আর ২২তম মিনিটে ডানদিক থেকে মরক্কোর জিয়েচের বাজে ফ্রি-কিক, ওলমো হেড করে বিপদমুক্ত করেন।

অন্যদিকে ২৬তম মিনিটে অ্যাসেনসিও নেটের সাইডে ধাক্কা দেন। বাজেভাবে গোল মিস হয়। ৩৩তম মিনিটেও সুযোগ পায় মরক্কো। তোরেসের কাছ থেকে বলটি ছিনিয়ে নেন মাজরাউই। এবং তারপর বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। সিমন কোনও মতে সেভ করেন।

দ্বিতীয়ার্ধ উত্তেজনা ছড়িয়েছে আরও বেশি। ম্যাচের ৭০তম মিনিটে ওলমোর নেয়া শট দারুণভাবে ব্লক করে অগার্ড। এদিকে ম্যাচের শেষ মুহূর্তে দানি ওলমোর বাকান ফ্রি কিকে কোন স্প্যানিশ খেলোয়াড়ই মাথা ছোঁয়াতে পারেননি; উলটো বল গোলমুখে গেলে দারুণভাবে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বৌনৌ। কর্নার থেকে দারুণ বলে হেড করেছিলেন লাপোর্ত কিন্তু মরক্কোর জমাট রক্ষণভাগের কাছে তা পরাস্ত হলে গোলশূন্য অবস্থাতেই শেষ ম্যাচ হয়।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় চলেছে খালি আক্রমণ ও পাল্টা আক্রমণ। একবার গোল পেয়েই গিয়েছিল মরক্কো। স্প্যানিশ গোলকিপারকে একাই পেয়ে গিয়েছিলেন করক্কোন তারকা ফুটবলার ওনাহি। কিন্তু তার নেয়া শট নিজের পা দিয়ে রুখে দেন সিমোন। অন্যদিকে স্পেন তো আক্রমণ চালিয়েছে মিনিটে মিনিটে। কিন্তু পায়নি গোলের দেখা। ফলে শেষ পর্যন্ত কোনো গোল না পেলে ম্যাচটি গড়ায় পেনাল্টিতে।

স্পেনের শুরুর একাদশ:

উনাই সিমোনে, জর্দি আলবা, রদ্রি, গাভি, সার্জিও বুস্কেটস, পেদ্রি, মার্কো এসেনসিও, ফেরান তোরেস, দানি অলমো, আইমেরিক লাপোর্তে, মার্কো লরেন্তে।

ফরমেশন: ৪-৩-৩।

স্পেনের কোচ: লুইস এনরিকে।

মরক্কোর শুরুর একাদশ:

আশরাফ হাকিমি, সোফিয়ান বাউফাল, ইউসুফ এন-নেসিরি, হাকিম জিয়েখ, সোয়ফান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন অনাহি, রোউমান সাইস, নোউসার মাজরাউ, নায়েফ আগার্ড, বোনো।

ফরমেশন: ৪-৩-৩।

মরক্কোর কোচ: ওয়ালিদ রেগরাগুই।



এ পাতার আরও খবর

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার
মুক্তিপণ নিয়ে তীরে ওঠার পর আট সোমালিয়ার জলদস্যু গ্রেপ্তার মুক্তিপণ নিয়ে তীরে ওঠার পর আট সোমালিয়ার জলদস্যু গ্রেপ্তার
জিম্মি জাহাজের ২৩ নাবিক মুক্ত জিম্মি জাহাজের ২৩ নাবিক মুক্ত
জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা
এমভি আবদুল্লাহ: জলদস্যুদের ঘিরে রেখেছে আন্তর্জাতিক বাহিনী এমভি আবদুল্লাহ: জলদস্যুদের ঘিরে রেখেছে আন্তর্জাতিক বাহিনী
জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা
নাবিকদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেছে জলদস্যুরা নাবিকদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেছে জলদস্যুরা
জিম্মি জাহাজ অভিযান বন্ধে নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা জিম্মি জাহাজ অভিযান বন্ধে নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা
জিম্মি জাহাজ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সোমালি পুলিশ ও বিদেশি নৌ সেনারা জিম্মি জাহাজ উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সোমালি পুলিশ ও বিদেশি নৌ সেনারা
জিম্মি জাহাজটি বারবার স্থান পরিবর্তন করছে জিম্মি জাহাজটি বারবার স্থান পরিবর্তন করছে

আর্কাইভ

ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
সুন্দরবনের আগুন নেভাতে কাজ করছে নৌ ও বিমান বাহিনী
আবারও লন্ডনের মেয়র সাদিক খান
পুরুষদের বিদেশ গমন নিষিদ্ধ করলো মিয়ানমার
ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি আরব
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো তুরস্ক
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
সাংবাদিককে হুমকি গ্রহণযোগ্য নয়: মিলার
উপজেলা ভোটে প্রভাব বিস্তার করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি