শুক্রবার, ১০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিতে একটি গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৭
জার্মানিতে একটি গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৭
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির হামবুর্গ শহরের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, হামলার ঘটনাটি ঘটে হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায়। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন জানান, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ভবনটির নিচতলায় গুলিবিদ্ধ মানুষদের দেখতে পাই। ঠিক এসময় অফিসাররা উপরের তলা থেকে গুলির শব্দ শুনতে পান এবং সেখান থেকে গুলিবিদ্ধ অপর একজনকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিই হামলাকারী।
হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। একিসঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে পুলিশ। ঘটনার পরপরই বড় ধরনের অভিযানও শুরু করেছে তারা।
এক টুইটারে বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বিবৃতিতে লোকজনকে অনুমান ও গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানানো হয়।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়ারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।




ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
যুক্তরাষ্ট্রের তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প 