শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

BBC24 News
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সাহিত্য ও সংস্কৃতি »
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকার খান শওকত রচিত জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নিয়ে ঐতিহাসিক নাটক- বঙ্গবন্ধু শেখ মুজিব” বিপুল উৎসাহ এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের সিলেট এবং খুলনায় মঞ্চস্থ হলো। গত ২৮ সেপ্টেম্বর নাট্যমোদীদের প্রিয় স্থান খুলনা জেলা শিল্পকলা একাডেমি-র বিশাল অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের টানটান উত্তেজনার মাঝে নেপথ্যে বজ্রকণ্ঠে বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষন, সাত কোটি বাঙালীদের দাবায়ে রাখতে পারবা না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পর্দা সরলো। পিন পতন নীরবতায় নাটক শুরু হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো: ইউছুপ আলী এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক ---নিতাই কুমার ভট্টাচার্য। নির্দেশনায়- অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল (চেয়ারম্যান আইচগাতি ইউনিয়ন পরিষদ), সহযোগিতায়- সেখ সিরাজুল ইসলাম এবং মোকলেসুর রহমান বাবলু। পরিবেশনায়ঃ খুলনা নাট্য নিকেতন। বিভিন্ন চরিত্র যারা অভিনয় করছেন: বঙ্গবন্ধুঃ আশরাফুজ্জাান বাবুল, রফিকঃ মো: আবিদুল্লাহ, মান্নানঃ শেখ সিরাজুল ইসলাম, রেজ্জাকঃ সিরাজুল হক হিরা, নজরুলঃ অনিরুদ্ধ কুমার বাহাদুর, তাজউদ্দিনঃ আতিয়ার মোল্লা, মোস্তাকঃ মল্লিক মোশারফ হোসেন লিটন, জিয়াঃ অৃমর রায়, ফারুকঃ সুদিপন মোাহান্মদ, মেজর ডালিমঃ মো: জসীম উদ্দীন, ---কামালঃ আসাদুজ্জামান মিথুন, মেজর নুরঃ সাব্বির আহন্মেদ, মেজর মহিউদ্দিনঃ মো: মুসা, মুসলে উদ্দীনঃ অজিত মন্ডল, মেজর হুদাঃ আবুল হোসেন, মেজর আজিজ পাশাঃ সাজিব মল্লিক, ফাতেমাঃ সুলতানা রাজিয়া শিল্পী, ফজিলুতুন্নেছাঃ বিলকিস আারা পাখী, আবুলঃ শংকর কুমার সাহা, সাউন্ড অপারেটরঃ মো: হাদীউজ্জামান, লাইট অপারেটরঃ এস. এম. রাজু আহমেদ।

এবং গত ২৮ সেপ্টেম্বর দেশ থিয়েটার সিলেটে-র যুগপূর্তি উপলক্ষে: পথ-নাটক উৎসব-২০২৩ অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিলো- ঐতিহাসিক নাটক: শহীদ রাসেল। রচনা: নাট্যকার খান শওকত। নির্দেশনা: শাহজাহান শোভন। পরিবেশনা : দৌড় শিশু নাট্যদল। ঢাকা। স্থান: কেদ্রীয় শহিদ মিনার (সিলেট)। ঐতিহাসিক নাটক: আমার বাড়ির টুঙ্গিপাড়া। নির্দেশনা : মোঃ কামাল। রচনা: খান শওকত। পরিবেশনা : দেশ থিয়েটার, সিলেট। নাটক: রঙের বাজার, রচনা: ধ্রুব জ্যোতি, নির্দেশনা: তন্ময় নাথ তনু। পরিবেশনা : নবশিখা নাট্যদল, সিলেট। সংগঠনের নাম: মুক্তাক্ষর সিলেট। আবৃতি নির্দেশনায়- বিমল কর। সঙ্গীত ও নৃত্যঃ: অনির্বাণ শিল্পী সংগঠন, সিলেট। নির্দেশনা- নৃপেন্দ্র দাস। দলীয় নৃত্য: সংগঠনের নাম: গীতাঞ্জলি। নির্দেশনা- রবিন।
---লেখকের অনুভুতি প্রকাশ করতে যেয়ে নাট্যকার খান শওকত বলেনঃ দূর প্রবাসে বসে বাংলাদেশে ও ভারতে এ ধরনের আয়োজন অত্যন্ত কঠিন কাজ। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এমন কাজে উৎসাহ পাই। আমি প্রথমেই দুই বাংলার নাট্যকর্মীদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা। ফোনের শব্দে ঘুম ভাংলো। হঠাৎ দেখি ভিডিও ফোনের ওপারে আমার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিব নাটকের শিল্পীরা। কেউ বলছেন তিনি বঙ্গবন্ধু চরীত্রের শিল্পী, ---কেউ মোস্তাক, কেউ সেনা অফিসার, কেউ সৈয়দ নজরুল, সবাই আমার দোয়া চাইছেন। সময় একদম কম। তারা এখন মঞ্চে উঠবেন। ক্যামেরা ঘুরিয়ে দেখালেন খুলনার সবচেয়ে আধুনিক অডিটোরিয়ামটির দর্শক গ্যালারি আজ কানায় কানায় পূর্ন। এ দৃশ্য দেখে আনন্দে আমি কেঁদে ফেললাম। বঙ্গবন্ধুকে নিয়ে ২০১৬ সালে আমার ১ম নাট্যগ্রন্থ- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রকাশের পর এ সংগ্রামের যাত্রাটা শুরু হয়। এরপর নিউইয়র্কে ৩ বার মঞ্চায়নের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে কলকাতায় নাটকটি মন্চায়নের পর আমার উৎসাহটা আরও বেড়ে যায়। দেখতে দেখতে ৩৫টা নাটক নিয়ে প্রকাশ করি বঙ্গবন্ধু নাট্যসমগ্র। এরপর আমার নাটক সমুহের সমালোচনা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ---ড. রুবেল আনসারের রচনায় বাংলা একাডেমী থেকে বের হলো গবেষনা গ্রন্থ বাংলাদেশের নাটকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রূপায়ন, বঙ্গবন্ধুর সাহিত্যপ্রীতি ও সাহিত্যকর্ম, এবং খান শওকতের নাটকে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। ২০১৮ সালে, ২০২২ সালে এবং ২০২৩ সালে দুই বাংলার নাট্যকর্মীরা দুই দেশে বঙ্গবন্ধু নাট্য উৎসব করছেন, বিভিন্ন এলাকায় আয়োজন করছেন আমার মতো সামান্য এক লেখকের লেখা নাটকসমুহ নিয়ে বঙ্গবন্ধু নাট্য সেমিনার। আগে কোন নাট্যকারের লেখা নিয়ে তার জীবদ্দশায় দুই বাংলায় এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। আমি যা দেখছি এ এক পরম পাওয়া। আপনাদের সবার কাছে আমি ঋনী হয়ে রইলাম। আশা করি সবার ভালোবাসায় ২০২৪ সালে ভারতে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু নাট্য উৎসব সফল হবে। সবার প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা।



যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত
আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন: ব্লিঙ্কেন
বাংলাদেশে আরো তিন দিনের হিট অ্যালার্ট জারি
এসএসসি পরীক্ষার ফল ৯-১১ মে’র মধ্যে প্রকাশ
গাজা ইস্যুতে পদ ছাড়লেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হালা রাহরিত
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
এক লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত
মধ্যপ্রাচ্যে সংঘাতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে: বিশ্বব্যাংক
যে কোনো ভিসায় ওমরাহ করা যাবে
স্রেথা থাভিসিনের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক