শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ
প্রথম পাতা » খেলাধুলা » অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ
২৭৫ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবসর নিয়ে যা বললেন স্টিভ স্মিথ

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: সময় তো চলছে তার নিজ গতিতে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথদের মতো তারকাদের দিনও ফুরিয়ে আসছে। ৩৪ বয়সী স্মিথ নিজের ভবিষ্যৎ নিয়ে না ভাবলেও তার ভক্ত-সমর্থককুল ঠিকই ভাবছেন। যে কারণে বাধ্য হয়েই নিজের আগামীর ভাবনা নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩২২টি ম্যাচ খেলেছেন স্মিথ। রান করেছেন ১৫ হাজার ৭৫৫। আর হয়তো বেশিদিন হলুদজার্সি গায়ে খেলবেন না তিনি। তবে এখনি একেবারে দিনক্ষণ ঠিক করে অবসরের ঘোষণা দিতে চাননি এই অভিজ্ঞ ক্রিকেটার।

স্মিথ ‘ফক্স স্পোর্টস’কে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সত্যিই খুব বেশি সামনের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। আপনি জানেন, আমি সিরিজ অনুসারে সিদ্ধান্ত নেই। প্রতি ম্যাচ বিবেচনা করি এবং এই মুহূর্তে নিজেকে উপভোগ করি। উত্তরাধিকার যেই হোক না কেন, আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই সিদ্ধান্ত নিবো।’

তিনি আরও বলেন, ‘দেখতে যেমনই হোক না কেন, আমার জন্য বিরক্তিকর কিছু নয়। আমি সত্যিই এটা নিয়ে বিচলিত নই। অন্য মানুষ এই ধরনের জিনিস সম্পর্কে কথা বলতে পারেন। আমি শুধু দিনের পর দিন আমার কাজ করে যেতে চাই এবং উপভোগ করতে চাই।’

তরুণ ক্রিকেটারদের দলে জায়গা করে দিতে স্মিথ সহায়ক ভূমিকা পালন করতে চান। স্মিথ জানিয়েছেন, দলের তরুণ খেলোয়াড়দের জন্য তার দরজা সবসময়ই খোলা। অধিনায়ককে সহায়তার পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে তার দায়িত্ব পালন করাটাও গুরুত্বপূর্ণ কাজ।

স্মিথ বলেছেন, ‘আমি আমার কাজ নিয়ে এগিয়ে যেতে পছন্দ করি। বিশেষ করে যদি কোনো তরুণ খেলোয়াড় আসে, আমি তাদের সাহায্য করার চেষ্টা করি। তরুণরা কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে আমার দরজা সবসময় খোলা। অভিজ্ঞতা ও ধারণা দিয়ে আমি তাদের শেখানোর জন্য সেখানে আছি। তারপর অধিনায়ককে সমর্থন করতে হয়। যতটুকু সম্ভব, সহ-অধিনায়ক হিসেবে তাকে সাহায্য করা আমার কাজ। এটি মজার ছলেই করি, আমি এটা উপভোগ করছি।’



ইসরায়েলি সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫
ইসরায়েল-সৌদি সম্পর্ক ‘স্বাভাবিক’ করতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি সম্পন্ন: ব্লিংকেন
বাংলাদেশে ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধের নির্দেশনা
বাংলাদেশে স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
ভারতে কোনো স্বৈরাচার নেই: মোদি
বাংলাদেশে বিনিয়োগ করবে অস্ট্রিয়া