বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!
দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!
বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: সম্প্রতি দুবাইয়ে নাকি একটি পানশালা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ওই অনুষ্ঠানেই নাকি এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় মেজাজ হারিয়ে পূজাকে খুন করার হুমকি দেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে পূজাকে খুনের হুমকির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জল্পনা। যদিও পরে জানা যায়, সুস্থ শরীরেই দুবাই থেকে ভারতে ফিরেছেন পূজা। তবে কি বলিউড তারকা সালমান খানের সঙ্গে তার নাম জড়ানোর মাসুলই গুনছেন অভিনেত্রী?
চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ওই ছবিতে সালমানের নায়িকা ছিলেন পূজা। ওই ছবির শুটিংয়ের সময় থেকেই সালমান ও পূজার সম্পর্ক নিয়ে ফিসফাস শুরু হয়। ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি বটে, তবে ভাইজানের মনে নাকি ভালোই দাগ কেটেছিলেন অভিনেত্রী। এমনকি পূজার ভাই ঋষভ হেগড়ের বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন সালমান। তখনই আরও বেড়েছিল জল্পনা। তবে কি সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তারই মতো খুনের হুমকি পেলেন পূজা? ওঠে এই প্রশ্নও।
চলতি বছরেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন সালমান। তারকার গায়ে যাতে আঁচও না আসে, সে কথা মাথায় রেখে বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তাও।
তবে সূত্রের খবর, পূজার খুনের হুমকি পাওয়ার কানাঘুষো নাকি সত্য নয়। সামাজিক মাধ্যমে যে পোস্ট দাবি করেছিল যে খুনের হুমকি পেয়েছেন অভিনেত্রী, সেই পোস্টে নায়িকার টিমের এক সদস্যই মন্তব্য করেন, ‘‘আমরা জানি না, কে এই ভুয়া খবর রটাচ্ছে, তবে এটা ডাহা মিথ্যা কথা।’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি পূজা।




    শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী    
    তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯    
    আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়    
    শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন    
    শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের    
    জামিন পেলেন নুসরাত ফারিয়া    
    বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে    
    অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা    
    ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা    
    গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল    