দীপিকা ম্যাজিক
বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোনের নতুন ছবি কিংবা গানের প্রতি দর্শকদের আলাদা আগ্রহ থাকে। তার সঙ্গে যদি যোগ হয় হৃতিক রোশনের মতো সুপারস্টার, তাহলে তো কথাই নেই। একেই বলে আগুন রসায়ন। ‘ফাইটার’ ছবিতে এমন কারিশমাই দীপিকা দেখাবেন হৃতিকের সঙ্গে জুটি বেঁধে। তার ঝলক মিলল, ছবির নতুন গান ‘শের খুল গয়ে’তে। গতকালই গানটি উন্মুক্ত করা হয়। যেখানে ডিস্কো স্টাইলে হৃতিককে টেক্কা দিয়েছেন দীপিকা। খোলামেলা রূপে দীপিকার পারফরম্যান্স যেন ম্যাজিক ছড়িয়েছে। প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।
‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হলো বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে। প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।





তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯
আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
জামিন পেলেন নুসরাত ফারিয়া
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল
অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন 