বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী
‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী
বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা; সবখানেই তার সরব উপস্থিতি। বিভিন্ন ধরনের চরিত্রে পরিচ্ছন্ন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত বছর এদিনে বাবাকে হারিয়েছেন তিনি। বাবা হারানোর শোক ভুলতে পারছেন না চঞ্চল।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর/ আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল/ বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর/ বাবাকে আদর করতে পারি না একটা বছর/ মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি/ বাবা সাড়া দেয় না/ আর দেবেও না কোনোদিন।’
তিনি আরও লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না/ এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতো/ সেই হাসিটাও এক বছর দেখি না।’
হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো বাবা। বাবা—এই শব্দটাই শুধু রয়ে গেল/ তুমি চলে গেলে বহুদূর/ অনন্ত যাত্রায়।’




তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯
আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
জামিন পেলেন নুসরাত ফারিয়া
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল
অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন 