পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পিএসজি ছাড়ার ঘোষণার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে আর কোচ লুইস এনরিকেকে নিয়ে চলছিল গুঞ্জন। বিদায় আসন্ন হওয়ায় পুরোটা সময় এমবাপ্পেকে খেলাচ্ছেন না ফরাসি দলটির কোচ। তাতে প্রশ্ন উঠে দুজনের সম্পর্ক নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তোলার পর ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, এনরিকের সঙ্গে কোনও সমস্যা নেই তার।
অধিনায়কের আর্মব্যান্ড পরে এমবাপ্পে জোড়া গোল করেছেন। শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুই অর্ধে তার করা দুই গোলেই ২০২১ সালের পর শেষ আট নিশ্চিত হয়েছে পিএসজির। দুই লেগ মিলিয়ে দলটির স্কোর ৪-১। কোচের সঙ্গে চলমান ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচের পর ব্রডকাস্টার চ্যানেল কানাল প্লাসকে এমবাপ্পে বলেছেন, ‘সব কিছু ঠিকই আছে। কোচের সঙ্গে কোনও সমস্যা নেই। একটা সমস্যা হয়তো আছে, কিন্তু সেটা কোচের সঙ্গে নয়।’
প্রশ্নের জন্ম দেয় সর্বশেষ তিন ম্যাচ। লিগ ওয়ানে হয় বেঞ্চ থেকে নয়তো বদলি হয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। আর সেটা হয়েছে বিদায় বলে দেওয়ার পর! শেষ মুহূর্তে যেখানে প্রাণভোমরাকে সর্বোচ্চ ব্যবহার করার কথা। সেখানে এনরিকে তার ম্যাচ টাইম কমিয়ে আনাতেই উঠে যায় প্রশ্ন। এমবাপ্পে অবশ্য পরিষ্কার করে দিয়েছেন সব কিছু। এই মুহূর্তে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারায় ভীষণ তৃপ্ত তিনি। এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান, ‘আমরা ভীষণ আনন্দিত। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে। নির্দিষ্ট করে আমার কোনও ম্যাসেজ হয়তো নেই। শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই। কারণ টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।’
২০২০ সালে রানার্স আপ হওয়া পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সর্বশেষ সাত মৌসুমের পাঁচ মৌসুমে তারা শেষ ষোলোতে বিদায় নিয়েছে।





বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি
শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের
বিসিবির নতুন সভাপতি আমিনুল
হার্ট অ্যাটাকেন অসুস্থ হয়ে হাসপাতালে তামিম
কেমন আছেন সাকিব আল হাসান
দ.আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড
ইংল্যান্ডকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক জয় 