 
  শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতকে পাশ কাটিয়ে চীনের প্রতি ঝুঁকছে বাংলাদেশ!
ভারতকে পাশ কাটিয়ে চীনের প্রতি ঝুঁকছে বাংলাদেশ!
 বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা : অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। তবে দিল্লির সঙ্গে সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে গতি পাচ্ছে ঢাকার।
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা : অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। তবে দিল্লির সঙ্গে সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে গতি পাচ্ছে ঢাকার।
অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি ঢাকার ঝুঁকে পড়াটা  এখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সফর
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব সময়েই দ্বিপক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্র মন্ত্রীরা দিল্লি যেতেন।
প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্র মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হতো দিল্লিতে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবার প্রথম  দ্বিপক্ষীয়  সফরে বেইজিং গেলেন। আর এই সফরের মধ্যে দিয়ে দীর্ঘদিনের বাংলাদেশের  দীর্ঘদিনের প্রচলিত কূটনীতির ধারা ভেঙে দিল্লিকে একটি  বার্তাও দেয়া হলো যে,  ঢাকা এখন বেইজিংকেই প্রাধান্য  দিচ্ছে।
ভারতের বিকল্প চিকিৎসা চীনে
বাংলাদেশের অনেক রোগীই ভারতে চিকিৎসা নিয়ে থাকেন। অন্যান্য দেশের তুলনায় খরচ কম ও যাতায়াতে সহজ হওয়ার জন্যই প্রচুর বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতকেই বেছে নেন। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়েছে।  যদিও  বাংলাদেশিদের জরুরী মেডিকেল  ভিসা চালু রেখেছে ভারত। তবে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনকে প্রস্তাব দেয়া হয়েছে। বিশেষ করে চীনের কুনমিংয়ে যেন বাংলাদেশিরা সহজেই চিকিৎসা নিতে পারেন, সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশিরা চীনে সহজেই  চিকিৎসা নিতে পারবেন।
রোহিঙ্গা ইস্যুতে চীন
রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন। যদিও রোহিঙ্গা সঙ্কটের সমাধান এখনো হয়নি। তবে রোহিঙ্গা ইস্যুতে এখনো চীনের ওপর ভরসা করে আছে  বাংলাদেশ।
চীনা ঋণের সুদের হার
বাংলাদেশ চীনের কাছ থেকে নেয়া  ঋণের সুদের হার কমানোর প্রস্তাব করেছে। চীনা ঋণ ২ - ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এছাড়া সব ধরণের ঋণ পরিশোধের সময়সীমা ২০ থেকে বাড়িয়ে   ৩০ বছর  মেয়াদী করার জন্য যে অনুরোধ চীনকে করা হয়েছে। এ বিষয়ে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে।  বাংলাদেশের এই প্রস্তাবে চীন রাজী হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকার কাছে কি চায় বেইজিং
চীনা প্রেসিডেন্ট শি  জিন  পিংয়ের বৈশ্বিক তিনটি  উদ্যোগ রয়েছে। এগুলো হলো-  গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই),  গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ ( জিসিআই)। এই তিনটি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছে চীন।  তবে বাংলাদেশ এখনো এসব উদ্যোগে  যোগ দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বেইজিং সফরে আবারো   চীন এই প্রস্তাব দিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রস্তাবগুলো আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বাংলাদেশ, তারপর সিদ্ধান্ত নেবে।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন চীন সফরকালে বলেছেন, এ বছর বাংলাদেশ ও চীনের ৫০ তম কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী। এই সময়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে, ঘনিষ্ঠ হবে। এই সময়ে আমাদের অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে বিনিময় বাড়বে। এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের আরো ঘনিষ্ঠ বিনিময় হবে। তবে এর আগে উপদেষ্টা চীন ও ভারত প্রশ্নে ভারসাম্যের কূটনীতির কথাও বলেছেন। তিনি বলেছেন, চীন, ভারত যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বিশেষজ্ঞরা যেভাবে দেখছেন
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বাংলানিউজকে বলেন,  বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার এবারের  চীন সফর বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসা, বাণিজ্য,  রাজনীতি ও কূটনৈতিকসহ নানা  কারণে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।  আবার ভারত আমাদের প্রতিবেশী দেশ। চীন ও ভারত উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন।
গত ২০-২৪ জানুয়ারি চীন সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরকালে ২১ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই’য়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করেন। একই সঙ্গে বেইজিং ছাড়াও সাংহাই সফর করেন উপদেষ্টা। এ সফরের মধ্যে দিয়ে ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়।




 ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের
    ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের     আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
    আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা     মধ্যপ্রাচ্য পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন করলো ইসরায়েল
    মধ্যপ্রাচ্য পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন করলো ইসরায়েল     পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস
    পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস     ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
    ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান     শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন
    শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন     ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
    ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক     বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ
    বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ     সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
    সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা     মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী
    মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী     
  
  
  
  
  
  
  
  
  
 