শিরোনাম:
●   ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে! ●   সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক’ :মার্কিন সিনেটরকে ড. ইউনূস ●   শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা ●   শেখ হাসিনার স্বার্থসংশ্লিষ্ট ৩১ ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ ●   এবার ঈদে লম্বা ছুটি ১১ দিন ●   তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : অন্তর্বর্তী সরকারের বিবৃতি ●   ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস ●   গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন ●   বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন ●   ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

BBC24 News
বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে
৮৩ বার পঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের সার্বভৌমত্বের রক্ষক। সশস্ত্র বাহিনী আমাদের অহংকার ও গৌরবের প্রতিষ্ঠান। আর তাই এ বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা আমাদের নাগরিক দায়িত্ব।

আমাদের সশস্ত্র বাহিনীকে যদি বিতর্কিত করা হয়, যদি হেয় প্রতিপন্ন করা হয় তাহলে আমাদের সার্বভৌমত্ব, অখণ্ডতা বিপন্ন হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। সবার আগে দেশ এটি আমাদের মনে রাখতে হবে।
সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি বাংলাদেশের গৌরবের প্রতীক, আমাদের অস্তিত্বের স্মারক সশস্ত্র বাহিনীকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে।

সমাজমাধ্যমে বিভিন্ন পক্ষ-বিপক্ষ শক্তি নানা রকমভাবে সশস্ত্র বাহিনী সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করছে, গুজব ছড়াচ্ছে বুঝে না বুঝে। সমাজমাধ্যমে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে অনভিপ্রেত চর্চা আমাদের সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্নের শামিল। এর মাধ্যমে প্রকারান্তরে সশস্ত্র বাহিনীকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সেনাবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকম সত্য-মিথ্যা বিষোদ্গার করে রীতিমতো তর্কযুদ্ধ অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য এবং অনভিপ্রেত।
এসব তর্কযুদ্ধ কখনোই দেশের জন্য মঙ্গলজনক নয়। এ ধরনের বিতর্ক আমাদের জাতীয় ঐক্য শুধু বিনষ্ট করবে না, আমাদের সার্বভৌমত্বও হুমকির মুখে ফেলবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি পেশাদার চৌকশ বাহিনী হিসেবে সারা বিশ্বে সমাদৃত, পরিচিত। এই তো কদিন আগে অক্টোবরে সেন্ট্রাল আফ্রিকার বিদ্রোহী দমনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডাররা গেলেন। সেখানে তারা এক অসাধারণ অভিযানের মাধ্যমে বিদ্রোহ দমন করলেন।
শান্তি প্রতিষ্ঠা করলেন। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেন্ট্রাল আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার পর সেখানে সফরে গিয়েছিলেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্যোগে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র তিনি উদ্বোধন করেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করা হচ্ছে আফ্রিকাজুড়ে। শুধু সেন্ট্রাল আফ্রিকা নয়, সিয়েরা লিওন, সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান সবাই গভীর আস্থার সঙ্গে স্বীকার করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সারা বিশ্বে শান্তিরক্ষায় আস্থার প্রতীক। এ কারণেই আমাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সংখ্যায় অংশগ্রহণ করছে। এটি আমাদের জন্য এক বিরাট অর্জন। এটি শুধু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর সাফল্য নয়, এটি পুরো বাংলাদেশের গৌরব। এ গৌরবকে আমাদের সব সময় স্মরণ করতে হবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী সমস্ত দুর্যোগ, দুর্বিপাক এবং রাষ্ট্রীয় সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পক্ষে, শান্তির পক্ষে কাজ করেছে। ইতিহাস তা-ই বলে। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যালোচনা করি, তাহলে দেখব সেখানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। সশস্ত্র বাহিনী নিরীহ জনসাধারণের প্রতিপক্ষ হতে চায়নি। তারা জনগণকে অস্ত্র দিয়ে দমন করতে চায়নি। সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর এখন নানা রকম ‘ব্লেম গেম’ শুরু হয়েছে, যেখানে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র লক্ষ করা যাচ্ছে। সমাজমাধ্যমে সশস্ত্র বাহিনী সম্পর্কে মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসিতে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে কিছু অযাচিত, অনভিপ্রেত এবং তাঁর দায়িত্বের বাইরে কথা বলেছেন। এ বক্তব্যগুলো কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। ভলকার তুর্ক তাঁর ম্যান্ডেটের বাইরে গিয়ে এ ধরনের বক্তব্য দেওয়াটাকে অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করছেন না। তিনি কেন এবং কোন প্রেক্ষাপটে এ ধরনের কথা বলছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু ৭ মার্চ বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন, তা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি ‘চেইন অব কমান্ড’-এর মধ্যে চলে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারও একটি সুনির্দিষ্ট নীতিমালা এবং পদ্ধতির মাধ্যমে পরিচালিত হন। তাঁদের দায়িত্ব হলো বিভিন্ন দেশে মানবাধিকার সংরক্ষণ এবং মানবাধিকার সুরক্ষার জন্য প্রচার, জনমত সৃষ্টি এবং মতামত ব্যক্ত করা। বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘনের নানা রকম ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় অনেক ক্ষেত্রেই জাতিসংঘ এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশেষ করে গাজার গণহত্যার পর মানবাধিকারবিষয়ক হাইকমিশনের পক্ষপাতিত্ব ও নমনীয় নীতি সারা বিশ্বে সমালোচিত হয়েছে। সেসব বাস্তবতা মাথায় না নিয়ে ভলকার তুর্ক কেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আগ বাড়িয়ে অযাচিত কথা বলতে গেলেন সেটি একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। এমনিতেই বাংলাদেশের জুলাই বিপ্লবের ওপর মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহল এর গ্রহণযোগ্যতা, তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে সব পক্ষের মতামতের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রস্তুত হয়েছে কি না তা নিয়ে বড় বিতর্ক এখনো চলমান। এই প্রথম জাতিসংঘের একটি রিপোর্ট নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক উত্থাপিত হলো, এমনটি নয়। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের বহু রিপোর্টই খি ত, পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত হিসেবে সমালোচিত। সে বিষয়ে মনোযোগী না হয়ে ভলকার তুর্ক কেন সেনাবাহিনীর প্রসঙ্গ উত্থাপন করলেন সেটি ভেবে দেখা দরকার। কারণ, জাতিসংঘ মানবাধিকার কমিশনের এটি এখতিয়ারভুক্ত বিষয় নয়। ভলকার তুর্ক হার্ডটকে যেটি বলেছেন সেটি আরও যদি খোলাসা করে বলতেন, তাহলে হয়তো এ বিতর্ক হতো না। তিনি যদি বলতেন সুনির্দিষ্টভাবে তিনি সশস্ত্র বাহিনীর কাকে, কী সতর্কবার্তা দিয়েছিলেন, তাহলে প্রশ্ন উঠত না। জাতিসংঘের সঙ্গে একটি সদস্য রাষ্ট্রের যোগাযোগের ধরন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, তারা জানেন জাতিসংঘ মানবাধিকার কমিশন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে সরাসরি এ ধরনের সতর্কবার্তা দিতে পারে না, দেয়ও না। জাতিসংঘের এভাবে সতর্কবার্তা দেওয়ার কোনো পদ্ধতিও নেই। তিনি যদি কোনো সতর্কবার্তা দেন, তাহলে সেটি হয়তো বাংলাদেশের তৎকালীন সরকারকে অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দিয়েছেন। সে বিষয়টি স্পষ্ট না করে তাঁর এ বক্তব্য সশস্ত্র বাহিনী সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবে।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্টকে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের প্রতীকী কাগজপত্র হস্তান্তর করেন -আইএসপিআর
সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্টকে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের প্রতীকী কাগজপত্র হস্তান্তর করেন -আইএসপিআর
আশার কথা ভলকার তুর্ক এ বক্তব্যের পরপরই আইএসপিআর একটি দায়িত্বশীল বিবৃতি দিয়েছে, যে বিবৃতিতে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন যে এ ধরনের কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবহিত নয়। আইএসপিআরের বিবৃতিতে গণ অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভলকার তুর্কের মন্তব্য নাকচ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের বিষয়ে কিছু স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবহিত নয়। যদি এ-সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন, মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভলকার তুর্কের এ মন্তব্য কিছু মহলের মধ্যে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং পেশাদারি প্রশ্নবিদ্ধ করছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে কখনোই এমন কোনো অবস্থান কোনো সময় গ্রহণ করেনি, যেটি জনগণের বিপক্ষে যায়। আমরা লক্ষ করেছি, ১৯৯০ সালের স্বৈরাচার পতনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অভাবনীয়, ইতিবাচক। সে সময় তারা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে জনগণের মুখোমুখি দাঁড়ায়নি। এমনকি আমরা যদি লক্ষ করি ২০০৭ সালে নির্বাচনের আগের প্রেক্ষাপটেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। আর সবশেষ ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল এবং নিরপেক্ষ ভূমিকার কারণেই শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়েছে। মনে রাখতে হবে, আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জনগণের প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক একটি সুশৃঙ্খল বাহিনী। আমাদের রাষ্ট্রীয় অখ তা, সার্বভৌমত্বের মহান দায়িত্ব পালন করে বাংলাদেশের তিন বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনী। কাজেই কোনোভাবেই যেন আমরা সশস্ত্র বাহিনীকে বিতর্কিত না করি। অযাচিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে এ বাহিনী সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি না করি। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যখন পুলিশ বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, তখন সশস্ত্র বাহিনী মানুষের জানমালের হেফাজত করেছে। এখনো দেশে যেটুকু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলবৎ আছে সেটি সশস্ত্র বাহিনীর দৃঢ়চিত্ত ভূমিকার কারণে। মাসের পর মাস তারা এ দায়িত্ব পালন করছে। দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনীর এ দায়িত্ব পালন করা উচিত নয় বলে অনেকে মনে করেন। কিন্তু জনগণের স্বার্থে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা এ দায়িত্ব পালন করছে। এবারই প্রথম নয়, দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন। এজন্য সশস্ত্র বাহিনীর প্রতি দেশের আপামর মানুষের অসীম আস্থা। এ রকম বাস্তবতায় আমাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আস্থার প্রতীক এ প্রতিষ্ঠানটিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা। কারণ, এ প্রতিষ্ঠানটি যদি বিতর্কিত করা হয় তাহলে আমরাই অস্তিত্বের সংকটে পড়ব। বিপন্ন হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।



এ পাতার আরও খবর

ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে পরামর্শেই গাজায় ব্যাপক হামলা: হোয়াইট হাউস
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর যা বললেন
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে কোটি প্রাণ ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে কোটি প্রাণ ঝুঁকিতে
বিশ্বব‍্যাপী ভারতীয় মিডিয়া বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বব‍্যাপী ভারতীয় মিডিয়া বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা
পুলিশের উচ্চ পযার্য়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা পুলিশের উচ্চ পযার্য়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
বিশ্বের শান্তিরক্ষায় সেনাবাহিনীর প্রশংসা গুতেরেসের বিশ্বের শান্তিরক্ষায় সেনাবাহিনীর প্রশংসা গুতেরেসের
ট্রাম্পকে কড়া বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী ট্রাম্পকে কড়া বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে বিভিন্ন ভাবে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ বাংলাদেশকে বিভিন্ন ভাবে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

আর্কাইভ

ট্রাম্প-পুতিনের ফোনালাপে যে আলোচনা হয়েছে!
শ্রমিকনেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অধিকাংশই বাতিল: শ্রম উপদেষ্টা
শেখ হাসিনার স্বার্থসংশ্লিষ্ট ৩১ ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ
এবার ঈদে লম্বা ছুটি ১১ দিন
তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জন
ভারতে হিন্দুত্ববাদের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চলছে, নিহত বেড়ে ৫৩
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং