বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
বিবিসি২৪নিউজ, এশিয়া ডেস্কঃ ভারতে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে তামিলনাড়ু ও পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে।
ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। ভারতে ঘূর্ণিঝড় নিভার প্রভাবে গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল চেন্নাই। আবহবিদরা আগেই সতর্ক করেছিলেন ঘূর্ণিঝড় নিভার যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ বাড়বে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে চেন্নাইয়ে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গত কাল থেকে অবিরাম বৃষ্টি চলছে চেন্নাইয়ে। নীচু এলাকাগুলো ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। সেখান থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে চেম্বারমবক্কম হ্রদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কা করেই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রশাসন। বৃষ্টি বাড়তেই এ দিন হ্রদের বাঁধের লকগেট খুলে দেওয়া হয়। আদিয়ার নদীতে প্রাথমিক ভাবে ১ হাজার কিউসেক জল ছাড়া হয়। প্রবল বৃষ্টির জেরে বাঁধের জল বিপদসীমার কাছাকাছি পৌঁছনোর আগেই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।বন্যা থেকে শিক্ষা নিয়ে এ বার আগেভাগেই পদক্ষেপ করা হয়েছে বলেই এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি আরও একটা আশঙ্কার কথাও উঠে আসছে। চেম্বারমবক্কম হ্রদের জল আদিয়ার নদীতে ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে। তাই নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে দিকটাও সমান ভাবে খেয়াল রাখতে হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। এমন একটা পরিস্থিতি আসতে পারে এই আশঙ্কা করে তাই আগেভাগে নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টির জেরে এ দিন সকালেই মেরিনা সমুদ্র সৈকত প্লাবিত হয়েছে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তামিলনাড়ু সরকার চেন্নাই-সহ ১৩টি জেলায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। চেন্নাই বিমানবন্দর ২৪টি বিমান বাতিল করেছে




দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধায় কাতর গাজাবাসী
সম্রাটদের সমাধিসহ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু মিশরে
চীনের জন্য বিশেষ সুযোগ করে দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কতদূর গড়াতে পারে?
১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে গাজাবাসীর আনন্দ উদযাপন
বিশ্বের জন্য মহান দিন আজ, দারুণ ও আনন্দের দিন: ট্রাম্প
চীন থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 