বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জীবনযাপন | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » করোনার পর আবারও সশরীরে ক্লাস নেন- তথ্যমন্ত্রী
করোনার পর আবারও সশরীরে ক্লাস নেন- তথ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও ক্লাসে ফিরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি। ক্লাস শেষে শিক্ষার্থীরা তার সঙ্গে ছবি তোলেন।
হাছান মাহমুদ বিভাগটির খণ্ডকালীন শিক্ষক। কৌতুহল উদ্দীপক আঙ্গিকে পাঠদানের জন্য শিক্ষক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। এর আগে হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষকতা জীবনে।
‘বঙ্গবন্ধু স্মরণে বরণে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু স্মরণে বরণে’ প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের যে ৯ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল, তা আজও আমরা ছুঁতে পারিনি।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উদ্ধৃতি দিয়ে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সামনে অগ্রগতির উদাহরণ।’
‘বঙ্গবন্ধু স্মরণে বরণে’ গ্রন্থের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা। শুধু বস্তুগত উন্নয়নই যথেষ্ট নয়, সার্বিক উন্নয়নের জন্য এর সঙ্গে জাতির আত্মিক উন্নয়ন আবশ্যক।
মেধা বিকাশ কেন্দ্র এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা হাসান রহমান সম্পাদিত এই গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।




বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
রাজনৈতিক নতুন দল গঠন করছেন ইলন মাস্ক
জাতীয় ন্যূনতম মজুরি’ শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করবে?
অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী
টেকনাফে ১৯ বনকর্মী অপহরণ
সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল সেনাবাহিনী
ইসমাইল হানিয়াকে হত্যায় সতর্কবার্তা দিল তুরস্ক 