শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ সম্মেলনে একই মঞ্চে থাকছেন পুতিন-জেলেনস্কি
জি-২০ সম্মেলনে একই মঞ্চে থাকছেন পুতিন-জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণও করেছেন। অন্যদিকে একই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর থেকেই বিশ্বের নানা দেশের দেওয়া শত শত নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। যুদ্ধ থামাতে পুতিনের সাথে কয়েকবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন জেলেনস্কি। তবে নানা কারণ দেখিয়ে রাশিয়া সেই আহ্বানে সাড়া দেয়নি। জি ২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, ‘আমি জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছি। ’ এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উইদোদোর সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাশিয়া জি-২০’র সদস্য হলেও, ইউক্রেন সংস্থাটির সদস্য নয়। জেলেনস্কি এক টুইট বার্তায় তাকে আমন্ত্রণ জানানোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এ বছরের ১৫ নভেম্বর ইন্দোনেশিয়া জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির ২০টি সদস্য দেশ ও সংস্থা হলো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।




ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
বক্তব্য রাখার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, রাজনাথ সিংহ
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কি একচ্ছত্র ক্ষমতা ম্লান হতে শুরু হয়েছে
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প
শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
জাতীয় ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 