রবিবার, ৫ জুন ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাক্ষাৎকার | সাবলিড » ইউক্রেনের অস্ত্র বোঝাই বিমান ধ্বংস করল রাশিয়া
ইউক্রেনের অস্ত্র বোঝাই বিমান ধ্বংস করল রাশিয়া
বিবিসি২৪নিউজ আন্কতরাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা অস্ত্র বোঝাই ইউক্রেনের একটি বিমান ধ্বংস করেছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে।
ওই মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ইউক্রেনের একটি সামরিক বিমান ধ্বংস করে যা অস্ত্র ও গোলা-বারুদ বহন করছিল। বিমানটি ওদিসা বন্দরের কাছে কৃষ্ণ সাগরে ধ্বংস হয়। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করে।
ওদিকে ইউক্রেনে আসা বিদেশী ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আসা বিদেশী ভাড়াটে সেনাদের সংখ্যা ছিল প্রায় ছয় হাজার ৫০০, কিন্তু রুশ হামলায় তাদের সংখ্যা এখন প্রায় তিন হাজার ৫০০-তে দাঁড়িয়েছে এবং এ ধরনের বিপর্যয়ের কারণে ইউক্রেনে বিদেশী ভাড়াটে সেনা আসা বন্ধ হয়ে গেছে। ভাড়াটে সেনাদের বেশিরভাগেরই তেমন একটা প্রশিক্ষণ নেই বলে রুশ সূত্র উল্লেখ করেছে।
ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ১৮৭টি বিমান, ১২৯টি হেলিকপ্টার, এক হাজার ১০৪টি ড্রোন, ৩২৮টি বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট, তিন হাজার ৪০৬টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ৪৬৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, এক হাজার ৭৭২টি মর্টার ও কামান এবং তিন হাজার ৩১১টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেনে রুশ সেনা অভিযান ১০০ দিন অতিক্রম করেছে তথা চতুর্থ মাসে পড়ল এই সেনা অভিযান। রাশিয়া তার পাশের এই দেশটিতে সামরিক সাজ-সরঞ্জাম ও অস্ত্র পাঠানোর বিরুদ্ধে ইউরোপ ও মার্কিন সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছে, এর ফলে সংঘাত জোরদার হবে এবং তা অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে।




কপ৩০’র পাশেই বিকল্প জলবায়ু সম্মেলন
কপ৩০ সম্মেলনে অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি
কপ৩০ সম্মেলন হোটেলে জায়গা নেই, জাহাজে থাকছেন অতিথিরা
বাংলাদেশে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের
তোমার স্ত্রী কয়টা?’- সিরিয়ার প্রেসিডেন্টকে: ট্রাম্প
ভারতীয় উপহাইকমিশনারকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দিল্লিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘এগিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্স’
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন 