সোমবার, ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমানের নিরাপত্তা জোড়দার, নিলেন আগ্নেয়াস্ত্র
সালমানের নিরাপত্তা জোড়দার, নিলেন আগ্নেয়াস্ত্র
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: গত জুনের শুরুতে সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় অজ্ঞাতপরিচয়; এর পর থেকেই প্রাণ ভয়ে শঙ্কিত বলিউড সুলতান।
কারণ ওই সময় ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যার পর ওই হুমকি দেওয়া হয় সালমানকে। এর পরই নিজের নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানান সালমান।
এবার আত্মরক্ষার কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এ বলিউড সুপারস্টার। ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।
মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান সালমান। নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করেন তিনি। এর পর আবেদন যাচাইয়ের পর তাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে মুম্বাই পুলিশ।
সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তার খাতিরে কোনো ত্রুটি রাখেননি সালমান। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের পাশাপাশি একটি অত্যাধুনিক সাঁজোয়া ও বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারও ব্যবহার করছেন তিনি। বাড়িয়েছেন নিজের নিরাপত্তাও।
সালমানের এমন প্রাণ ভয়ের বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে হত্যার পেছনে যাকে সন্দেহ করা হয়, সেই লরেন্স বিঞ্চোই নাকি হুমকি দিয়েছেন সালমানকেও। এই ‘পুরনো শত্রু’-এর আগেও কয়েকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছেন।
এর আগে ২০১৮ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান।
গত ৫ জুন সালমানের বাবা সেলিম খান জগিং সেরে বিশ্রাম করার জন্য বেঞ্চে বসলে সেখানে একটি উড়ো চিঠি পান। স্বাক্ষরবিহীন ওই চিঠিতে হুমকি দেওয়া হয় - তোমাদের সিধু মুসেওয়ালার মতোই হাল হবে।




শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯
আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
জামিন পেলেন নুসরাত ফারিয়া
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল 