শনিবার, ৩ জুন ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল
টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ক্রমাগত গুঞ্জন চলছে। এবারের ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যার কারণে ভক্তরা নজর রাখছেন সিনেমা সম্পর্কিত প্রতিটি তথ্যের দিকে।
এরই মধ্যে ‘টাইগার থ্রি’র সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ও সালমান খান দু’জনকেই দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে সালমান খান ও শাহরুখ খানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে সালমান খানকে টাইগার থ্রি’র সেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। শাহরুখকে তার পেছনে হাঁটতে দেখা যায়।
জানা গেছে, গত মে মাসে মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে একটি অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হয়েছিলেন সালমান ও শাহরুখ খান।ভিডিওতে দেখা গেছে, সালমান একটি বাদামি টি-শার্ট পরে সেটের ভেতরে হাঁটছেন।
ভিডিওটি শেয়ার করে ফ্যান পেজে লেখা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ‘টাইগার থ্রি’র সেটে শাহরুখ খান ও সালমান খান। সালমান খান নেতৃত্ব দেবেন এবং আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করবো।
নির্মাতারা ছবিটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। টাইগার থ্রি হবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ধাপ এবং টাইগার সিরিজের তৃতীয় অংশ। সুপার-সফল সিরিজটি এক থা টাইগার (২০১২) দিয়ে শুরু হয়েছিল এবং তারপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘টাইগার থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ‘টাইগার থ্রি’র পর ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ ও সালমান। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।




শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯
আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
জামিন পেলেন নুসরাত ফারিয়া
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল 