হাউস অব দ্য ড্রাগন মুক্তি পাবে জুনে
বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: আলোচিত টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্পিন অফ সিরিজ হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে চলতি বছরের জুন মাসে। টারগারিয়ানের পরিবারের পূর্ব পুরুষদের গল্পে নির্মিত সিরিজটি এইচবিও মাক্সে দেখানো হবে।মরগান স্ট্যানলি টেকনোলজি, মিডিয়া ও টেলিকম কনফারেন্সে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও গেমিং বিভাগের প্রধান জে বি পেরেট এ তথ্য জানান।
গেম অব থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে নির্মিত এই সিরিজে ২০০ বছর আগের কাহিনি তুলে আনা হবে। সিরিজের দ্বিতীয় মৌসুমে ম্যাট স্পিথ, অলিভিয়া কুক, এমা ডরসিসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিরিজটি প্রযোজনার দায়িত্বে আছেন জর্জ আর আর মার্টিন ও রায়ান কোন্ডাল।
উল্লেখ্য, ২০১১ সালে শুরু হয়ে গেম অব থ্রোনস চলে ২০১৯ সাল পর্যন্ত। টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে সিরিজের ইতি ঘটেছে। টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে আনতে হাউস অব দ্য ড্রাগন নির্মাণের ঘোষণা দেওয়া হয়। হাউস অব দ্য ড্রাগন সিরিজের প্রথম মৌসুম ২০২২ সালের ২১ আগস্ট মুক্তি পায়।





শাহরুখ খানের জন্মদিন : গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯
আমি অসহনীয়, হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
শোনা যাবে না অমিতাভের ভরাট কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের
জামিন পেলেন নুসরাত ফারিয়া
বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে
অপু বিশ্বাস নিপুণ নুসরাত ফারিয়াসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল 