
শুক্রবার, ৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের হামলার পর যে জবাব দিচ্ছে পাকিস্তান
ভারতের হামলার পর যে জবাব দিচ্ছে পাকিস্তান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারত গত মঙ্গলবার মধ্যরাতে এক নাটকীয় অভিযানে চালানোর পর জানায়, তারা পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে’র ভিত্তিতে ‘সন্ত্রাসীদের’ ঘাঁটি চিহ্নিত করে এ হামলা চালানো হয়েছে।
ভারতীয় সময় গভীর রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট (গ্রিনিচ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা) পর্যন্ত মাত্র ২৫ মিনিট স্থায়ী হয় এই হামলা। এর ফলে পুরো অঞ্চল কেঁপে ওঠে এবং বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের।
পাকিস্তান দাবি করেছে, মাত্র ছয়টি স্থানে হামলা হয়েছে। ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোনগুলো করে ভূপাতিত করেছে তারা। তবে ভারত এ দাবির সত্যতা স্বীকার করেনি।
ইসলামাবাদ জানায়, নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় বিমান হামলা ও গোলাবর্ষণে ৩১ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখা হলো ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা, যেটিকে কার্যত সীমান্ত হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের সীমান্তবর্তী অঞ্চলে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এই তীব্র উত্তেজনা বৃদ্ধি পায়। ফলে পরমাণু শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা এক নতুন বিপজ্জনক উচ্চতায় পৌঁছেছে। ভারতের দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ও বিদেশি কুশীলবদের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ তাদের কাছে আছে।
তবে পাকিস্তান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইসলামাবাদ বলেছে, ভারত এখনো পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
এই হামলা কি নতুন সংঘাতের সূচনা
২০১৬ সালে উরিতে ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রণরেখায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল।
২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। ১৯৭১ সালের পর পাকিস্তানের অভ্যন্তরে এটাই ছিল প্রথম সামরিক অভিযান। এরই ধারাবাহিকতায় পাল্টিপাল্টা হামলা ও যুদ্ধবিমানের লড়াইয়ে জড়িয়ে পড়েছে দুই দেশ।
বিশেষজ্ঞরা বলছেন, পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানে এবার যে পাল্টা আঘাত হানা হয়েছে, বিস্তৃত পরিসরের কারণে তা ছিল ব্যতিক্রমী। একসঙ্গে পাকিস্তানভিত্তিক তিনটি প্রধান জঙ্গি সংগঠনের অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ভারতের দাবি, তারা পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে নয়টি ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে হামলা চালিয়েছে। লস্কর-ই-তৈয়্যেবা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।
ভারতীয় মুখপাত্রের মতে, সীমান্তের সবচেয়ে কাছাকাছি অবস্থিত লক্ষ্যবস্তু ছিল শিয়ালকোট সীমান্ত থেকে মাত্র ৬ ও ১৮ কিলোমিটার দূরে অবস্থিত দুটি ঘাঁটি।
ভারতের দাবি অনুযায়ী, সবচেয়ে গভীরে আঘাত হানা হয়েছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের প্রধান ঘাঁটিতে। জায়গাটি পাকিস্তানের প্রায় ১০০ কিলোমিটার ভেতরে অবস্থিত। এ ছাড়া পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী এবং নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মুজাফফরাবাদে লস্কর-ই-তৈয়্যেবার একটি ঘাঁটিতে হামলা চালানো হয়। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে বলে দাবি করেন ভারতীয় মুখপাত্র।
তবে এবার ভারত সরাসরি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের পাঞ্জাবে হামলা চালিয়েছে। বাহাওয়ালপুর ও মুরিদকেতে লস্কর-ই-তৈয়্যেইবার স্থাপনা, সদর দপ্তর, ও ঘাঁটি ছিল এ হামলার লক্ষ্য।
পাকিস্তান দাবি করছে, তাদের ভূখণ্ডের ছয়টি স্থানে ভারত হামলা চালিয়েছে। তবে সেখানে সন্ত্রাসী ঘাঁটি থাকার অভিযোগ অস্বীকার করেছে তারা।
দিল্লিকেন্দ্রিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেন, এবার হামলায় লক্ষণীয় বিষয় হলো, ভারতের লক্ষ্যগুলো অতীতের ধারা ছাড়িয়ে গেছে। আগে বালাকোটে হামলা শুধু নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানশাসিত কাশ্মীরে একটি সীমান্তরক্ষিত অঞ্চলে সীমাবদ্ধ ছিল।
শ্রীনাথ রাঘবন বলেন, এবার ভারত সরাসরি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের পাঞ্জাবে হামলা চালিয়েছে। ভারতের দাবি অনুযায়ী, বাহাওয়ালপুর ও মুরিদকেতে লস্কর-ই-তৈয়্যেইবার স্থাপনা, সদর দপ্তর ও ঘাঁটি ছিল এ হামলার লক্ষ্য। এ ছাড়া জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের অবকাঠামোতেও আঘাত হেনেছে ভারত।
রাঘবন বলেন, ‘ভারতের এবারকার জবাব আরও বিস্তৃত ও ভৌগোলিকভাবে ব্যাপক প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়। একাধিক গোষ্ঠী এখন ভারতের নিশানায় রয়েছে এবং এটি একটি বৃহত্তর বার্তা দিচ্ছে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হলো দুই দেশের সরকারিভাবে স্বীকৃত সীমানা, যা গুজরাট থেকে জম্মু পর্যন্ত বিস্তৃত।
ভারতে পাকিস্তানের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া বিবিসিকে বলেছেন, ভারত এবার যা করেছে, তাকে ‘বালাকোট প্লাস’ হিসেবে অভিহিত করা যায়। এর লক্ষ্য ছিল পরিচিত সন্ত্রাসী ঘাঁটিগুলোতে আঘাত হেনে ভারতের প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। তবে একই সঙ্গে উত্তেজনা না বাড়ানোর শক্ত বার্তাও দিয়েছে তারা।
বিসারিয়া আরও বলেন, এবারের এসব হামলা ছিল আরও নিখুঁত, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং অধিক দৃশ্যমান। এ কারণে তা পাকিস্তানের পক্ষে অস্বীকার করা কঠিন হয়ে পড়ে।
ভারতীয় সূত্রগুলো বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল ‘প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা’ করা।
অধ্যাপক রাঘবনের মতে, ভারত সরকার মনে করে, ২০১৯ সালে বালাকোট অভিযানের মাধ্যমে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা এখন অনেকটা ক্ষয়প্রাপ্ত এবং তা নতুন করে আবার গড়ে তোলা প্রয়োজন।
ভারতের এমন হামলা অনেকটা ইসরায়েলের কৌশলের মতো উল্লেখ করে রাঘবন বলেন, ‘তারা মনে করে, প্রতিরোধ বজায় রাখতে হলে পর্যায়ক্রমে বারবার হামলা চালাতে হয়। তবে আমরা যদি ধরে নিই যে শুধু পাল্টা হামলা চালালেই সন্ত্রাসবাদ থেমে যাবে, তাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যখন পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে। আর তখন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে
অধিকাংশ বিশেষজ্ঞই এ বিষয়ে একমত যে পাকিস্তানের পাল্টা জবাব অনিবার্য এবং সে ক্ষেত্রে কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিসারিয়া বলেন, পাকিস্তান অবশ্যই জবাব দেবে। আসল পরীক্ষা হবে পরবর্তী পর্যায়ের উত্তেজনা কীভাবে সামাল দেওয়া যায়। এখানেই সংকটকালীন কূটনীতির গুরুত্ব প্রমাণিত হবে।
সাবেক এই ভারতীয় কূটনীতিক বলেন, পাকিস্তানকে সংযম দেখানোর পরামর্শ দেওয়া হবে। তবে মূল লক্ষ্য হবে পাকিস্তানের প্রতিক্রিয়ার পর এমন কূটনৈতিক পরিবেশ তৈরি করা, যেন দুই দেশ দ্রুত বড় সংঘাতের দিকে চলে না যায়।
লাহোরভিত্তিক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক ইজাজ হুসেনের মতো পাকিস্তানি বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মুরিদকে ও বাহাওয়ালপুরের মতো স্থানে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ (নির্বাচিত লক্ষ্যবস্তুতে সামরিক আঘাত) প্রায় প্রত্যাশিতই ছিল।
ড. হুসেন মনে করেন, পাল্টা হামলার সম্ভাবনা রয়েছে।
বিবিসিকে এই পাকিস্তানি বিশেষজ্ঞ বলেন, গণমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য আর প্রতিশোধ নেওয়ার দৃঢ় ঘোষণার পরিপ্রেক্ষিতে আসন্ন দিনগুলোতে সীমান্তপারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাল্টা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ড. হুসেন আশঙ্কা প্রকাশ করেন, উভয় পক্ষের সার্জিক্যাল স্ট্রাইক ‘পরিস্থিতিকে সীমিত পর্যায়ের গতানুগতিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।’
যুক্তরাষ্ট্রের আলবানি বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার ক্ল্যারি মনে করেন, ভারতের হামলার ব্যাপকতা, গুরুত্বপূর্ণ স্থানে দৃশ্যমান ক্ষয়ক্ষতি এবং নিহত মানুষদের সংখ্যা বিবেচনায় পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার বড় ধরনের শঙ্কা রয়েছে।
এশীয় রাজনীতির বিশ্লেষক ক্ল্যারি বিবিসিকে বলেন, যদি পাকিস্তান পাল্টা জবাব না দেয়, তাহলে বিষয়টি ভারতের জন্য হামলার একপ্রকার ছাড়পত্র হয়ে দাঁড়াবে। এটা পাকিস্তান সেনাবাহিনীঘোষিত ‘পাল্টা ব্যবস্থা নয় বরং মূল আক্রমণের চেয়েও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো’ নীতির সম্পূর্ণ বিপরীত কাজ হবে।
ক্যারি আরও বলেন, সন্ত্রাসবাদ ও সশস্ত্র উগ্রবাদের সঙ্গে জড়িত গোষ্ঠী ও স্থাপনাগুলোকেই ভারত তার লক্ষ্য বলেছে। এটা বিবেচনায় নিয়ে আমার ধারণা, পাকিস্তান শুধু ভারতীয় সামরিক লক্ষ্যের দিকেই আঘাত হানবে, যদিও তা নিশ্চিত নয়।
উত্তেজনা বাড়তে থাকলেও কিছু বিশেষজ্ঞ এখনো পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা দেখছেন।
ক্ল্যারি আরও বলেন, এই সংকট থেকে আমরা হয়তো শুধু এক দফা পাল্টাপাল্টি সীমিত হামলা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু সময় ধরে ভারী গোলাগুলির মাধ্যমে বেরিয়ে আসতে পারি, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
এই মার্কিন অধ্যাপক আরও বলেন, তবে আরও উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এখন খুব বেশি। এ কারণেই এটি ২০০২ সালের পর ভারত-পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক সংকট। এমনকি ২০১৬ ও ২০১৯ সালের মুখোমুখি অবস্থানের চেয়েও ভয়াবহ।
পাকিস্তানের পাল্টা জবাব কি অনিবার্য
পাকিস্তানি বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হামলার আগে দেশজুড়ে যুদ্ধের উন্মাদনার অভাব ছিল বটে, তবে পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যেতে পারে।
ইসলামাবাদভিত্তিক বিশ্লেষক এবং জেনস ডিফেন্স উইকলির সাবেক সংবাদদাতা উমর ফারুক বলেন, ‘আমাদের রাজনৈতিক সমাজ ভয়ানক বিভক্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন কারাগারে। ইমরান খানকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।’
উমর বলেন, আজকের দিনে ২০১৬ বা ২০১৯ সালের মতো সেনাবাহিনীর পক্ষে পাকিস্তানি জনমত নেই। সাধারণত যেভাবে যুদ্ধের উন্মাদনা দেখা যায়, সেটিও এবার অনুপস্থিত। তবে মধ্য পাঞ্জাবের মতো এলাকায় যেখানে ভারতবিরোধী মনোভাব বেশি, যদি জনমত পরিবর্তন ঘটে, তাহলে সেনাবাহিনীর ওপর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার চাপ বাড়তে পারে। আর তখন সংঘাতের মাধ্যমে সেনাবাহিনী তার জনপ্রিয়তা ফেরাতে পারবে।
ইসলামাবাদভিত্তিক বিশ্লেষক এবং ‘জেনস ডিফেন্স উইকলি’র সাবেক সংবাদদাতা উমর ফারুক বলেন, ‘আমাদের রাজনৈতিক সমাজ ভয়ানক বিভক্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন কারাগারে। ইমরান খানকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।’
ড. হুসেইনও একই ধরনের মত প্রকাশ করেন।
ড. হুসেইন বলছিলেন, ভারতের সঙ্গে বর্তমান উত্তেজনা পাকিস্তানের সেনাবাহিনীর জন্য এটি একটি সুযোগ হয়ে উঠেছে। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত শ্রেণির সমর্থন পুনরুদ্ধারের সুযোগ এসেছে। এটা সেই শ্রেণি, যাঁরা সম্প্রতি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে সেনাবাহিনীর সমালোচনা করে আসছিলেন।
এই পাকিস্তানি বিশেষজ্ঞ আরও বলেন, সেনাবাহিনীর সক্রিয় প্রতিরক্ষামূলক অবস্থান ইতিমধ্যেই মূলধারা ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে প্রচার করা হচ্ছে। কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, ছয় বা সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
অবশ্যই নিরপেক্ষভাবে এ ধরনের দাবি যাচাই করা প্রয়োজন উল্লেখ করে ড. হুসেইন বলেন, তবে এসব দাবি বাইরের দেশের হুমকির সময়ে জাতীয় নিরাপত্তা ঘিরে সমাজের যে শ্রেণি ঐক্যবদ্ধ হয়, তাদের মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তিকে শক্তিশালী করছে।
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে প্রশ্নের কোনো জবাব দিলেন না বিক্রম মিশ্রি
ভারত ও পাকিস্তান কি পিছু হটতে পারবে
ভারত আবারও উত্তেজনা বাড়ানো আর সংযম দেখানোর মাঝামাঝি এক জটিল পথ ধরে চলছে।
পেহেলগামের হামলার পরপরই ভারত দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে। প্রধান সীমান্ত পারাপারের পথ বন্ধ করে দেয়, পানি বণ্টন চুক্তি স্থগিত করে, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে এবং পাকিস্তানের নাগরিকদের জন্য অধিকাংশ ভিসা বন্ধ করে দেয়।
উভয় দেশের সেনাদের মধ্যে হালকা অস্ত্র দিয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে ভারত তার আকাশসীমায় সব পাকিস্তানি বিমান নিষিদ্ধ করেছে।
জবাবে পাকিস্তান ১৯৭২ সালের একটি শান্তিচুক্তি স্থগিত করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ায় কয়েকটি কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে।
এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতের জবাবের পুনরাবৃত্তি। সেবার ভারত দ্রুত পাকিস্তানের ‘সর্বোচ্চ সুবিধাভোগী দেশ’ মর্যাদা প্রত্যাহার করে। পাকিস্তানের ওপর ভারী শুল্ক আরোপ করে এবং প্রধান বাণিজ্য ও পরিবহন সংযোগ স্থগিত করে দেয়।
ভারত বালাকোটে বিমান হামলা চালানোর পর সংকট তখন তীব্র আকার ধারণ করে। পাল্টাপাল্টি পাকিস্তানও বিমান হামলা চালায় এবং ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে আটক করে। এতে উত্তেজনা আরও চরমে পৌঁছে যায়।
পাকিস্তান সদিচ্ছার নিদর্শন হিসেবে বৈমানিক অভিনন্দনকে মুক্তি দিলে শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পায়।
গত সপ্তাহে বিবিসির সংবাদদাতাকে সাবেক কূটনীতিক অজয় বিসারিয়া বলেন, ভারত চেয়েছিল, পুরোনো ধাঁচের কূটনীতিকে আরেকবার সুযোগ দিতে। একদিকে যখন তারা মনে করেছিল কৌশলগত ও সামরিক লক্ষ্য পূরণ হয়েছে, অন্যদিকে পাকিস্তানও নিজের জনগণের কাছে একধরনের বিজয়ের বার্তা দিতে পেরেছে।