শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

BBC24 News
রবিবার, ১ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে : অ্যামনেস্টি পরিচালক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে : অ্যামনেস্টি পরিচালক
১৩৫ বার পঠিত
রবিবার, ১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে : অ্যামনেস্টি পরিচালক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড। বলেছেন, ‘পশ্চিমারা ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’।

ক্যালামার্ড শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এমন মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে, ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যিই কি তাই? গাজায় ইসরাইলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নিরব থাকার ফলে তারা তো ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।

অ্যামনেস্টি পরিচালকের মতে, সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন।

এদিকে ব্রিটিশ সরকার তাদের ৬টি অস্ত্র কারখানায় ১.৫ বিলিয়ন পাউন্ড (২ বিলিয়ন ডলার) ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছে রয়টার্স।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যে তৈরি ৭,০০০ দূরপাল্লার অস্ত্রও কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদেরকে এ শিক্ষাই দিয়েছে যে, সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে।

এদিকে জার্মানের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুডডয়েচে জেইতুং সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই স্পষ্ট ছিল যে, রাশিয়াকে পরাজিত করা বিশেষ করে তার পারমাণবিক শক্তির কারণে অসম্ভব।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুহল স্বীকার করে বলেছেন, এটা স্পষ্ট যে মস্কো এবং কিয়েভের মধ্যে বিরোধ কেবল কূটনৈতিক সমাধানের মাধ্যমেই সমাধান করা যেতে পারে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ জবাব দেবে ইরান।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে আগামী সপ্তাহের বোর্ড অফ গভর্নরস বৈঠকে সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার পাশাপাশি যেকোনো রাজনৈতিক পদক্ষেপের পরিণতি তুলে ধরতে বলেছেন। কারণ ইরান ইউরোপীয় পক্ষগুলোর যেকোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরানের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতা, সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত ইরানি পারমাণবিক কার্যক্রম পরিচালনা এবং পারমাণবিক কার্যক্রম এবং উপকরণের বিচ্যুতির অনুপস্থিতির কথা উল্লেখ করে আরাগচি আইএইএর মহাপরিচালককে এমনভাবে তথ্য প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন, যাতে কিছু পক্ষ ইরানি জাতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অপব্যবহার করার সুযোগ না পায়।



গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫
গোপালগঞ্জে ৪ মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: আইন ও সালিশ কেন্দ্র
বিক্ষোভে উত্তাল তুরস্ক, ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার
ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি: ট্রাম্প
ইরাকে শপিং মলে আগুন, নিহত ৫০
থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে
আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপিরনেতারা
গোপালগঞ্জে কারফিউ জারি