শিরোনাম:
●   দুর্বৃত্তদের গুলিতে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আহত, অবস্থা আশঙ্কাজনক ●   বাংলাদেশে মাতৃ মৃত্যুহার নিয়ন্ত্রণের সাফল্যের প্রশংসা করেন : জাতিসংঘ ●   সরকার ও জনগণের সমন্বয়ে সমস্যা সমাধান হবে : তথ্য প্রতিমন্ত্রী ●   বাংলাদেশের সঙ্গে সামনে তাকাতে চাই, পেছনে নয়: ডোনাল্ড লু ●   অবশেষে স্বজনদের কাছে ফিরলেন নাবিকরা ●   বিশ্বে উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ●   মার্কিন স্যাংশন, ভিসানীতি পরোয়া করে না আ. লীগ: কাদের ●   ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ●   দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স ●   বাংলাদেশে বিনিয়োগ ও হজ ভিসার সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
BBC24 News
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি
৩২২ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিকম্পে নিহত ছাড়াল ১৯ হাজার, ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ, মর্মান্তিক পরিস্থিতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসাবশেষের নিচে এখনো আটকা পড়ে আছে অনেকে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা করছেন না সংশ্লিষ্টরা।

এদিকে প্রচণ্ড শীত ও ক্ষুধায় বিধ্বস্ত এলাকায় বেঁচে যাওয়া মানুষদের মধ্যে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারপাশে অসহায় মানুষের আর্তনাদ। উদ্ধার কাজের ধীরগতি নিয়েও ক্ষোভ মানুষের মনে।

তুর্কি ও সিরীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে আনাদোলু, সানা নিউজ এজেন্সিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার তুরস্কে নিশ্চিত মৃতের সংখ্যা ১৬ হাজার ১৭০-এ পৌঁছেছে। প্রায় ১২ বছরের গৃহযুদ্ধে ইতিমধ্যে বিধ্বস্ত সিরিয়ায়, সরকার এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে একটি উদ্ধারকারী পরিষেবা অনুসারে ৩ হাজারের বেশি লোক মারা গেছে।

সাহায্যের ধীরগতির ডেলিভারি এবং উদ্ধার অভিযানে বিলম্বের জন্য ইতোমধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে। অপরদিকে ভূমিকম্পের তিন দিন পর, ক্ষতিগ্রস্ত সিরিয়ানদের জন্য সাহায্য বহনকারী প্রথম জাতিসংঘের কাফেলা তুরস্ক থেকে সীমান্ত অতিক্রম করেছে।

সিরিয়ার ইদলিব প্রদেশে ভূমিকম্পের পর আলেপ্পো থেকে পালিয়ে আসা চার সন্তানের মা মুনিরা মোহাম্মদ বলেছেন, ‘এখানে সব শিশু এবং আমাদের গরম করার এবং সরবরাহের প্রয়োজন, গত রাতে আমরা ঘুমাতে পারিনি কারণ খুব ঠান্ডা ছিল। এটা খুবই খারাপ।’

শীতের মাঝামাঝি সময়ে এসে দুই দেশের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকে সুপারমার্কেট কার পার্ক, মসজিদ, রাস্তার ধারে বা ধ্বংসাবশেষের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ক্যাম্প করেছে। সকলেই প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত।

কর্তৃপক্ষ বলছে তুরস্কে প্রায় ৬ হাজার ৫০০টি ভবন ধসে পড়েছে এবং ভূমিকম্প অঞ্চলে যেখানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস করে সেখানে আরও অগণিত ক্ষতি হয়েছে।

জাতিসংঘের ত্রাণ সহায়তার বহর বাব আল হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। বিরোধী-নিয়ন্ত্রিত এই এলাকায় প্রবেশের জন্য এটি একটি লাইফলাইন যেখানে প্রায় ৪০ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করে আছে। এর মধ্যে অনেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে এবং তারা ভূমিকম্পের আগে ইতিমধ্যেই মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল ছিল।

ইউ.এন. সিরিয়ার রাষ্ট্রদূত গেইর পেডারসেন বলেন, সাহায্যের ক্ষেত্রে ‘একেবারে সবকিছু’ প্রয়োজন ছিল। সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে, যার কারণে বিলম্ব হচ্ছে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ৯৩০ জন নিহত হয়েছে। জ্যেষ্ঠ জাতিসংঘ সিরিয়ার ত্রাণ কর্মকর্তা এল-মোস্তফা বেনলামলিহ বলেছেন, এই বিপর্যয়ে ১ কোটি ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত স্বীকার করেছেন যে সরকারের সক্ষমতা এবং সরঞ্জামের অভাব রয়েছে, তবে তিনি যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ভূমিকম্প নিয়ে জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছেন কিন্তু কোনো বক্তৃতা বা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে ভাষণ দেননি।



আর্কাইভ

দুর্বৃত্তদের গুলিতে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আহত, অবস্থা আশঙ্কাজনক
সরকার ও জনগণের সমন্বয়ে সমস্যা সমাধান হবে : তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে সামনে তাকাতে চাই, পেছনে নয়: ডোনাল্ড লু
অবশেষে স্বজনদের কাছে ফিরলেন নাবিকরা
বিশ্বে উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি
মার্কিন স্যাংশন, ভিসানীতি পরোয়া করে না আ. লীগ: কাদের
ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে
ইসরাইল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেফতার