শিরোনাম:
●   ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের ●   তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু ●   পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ ●   পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ●   ইসরায়েলি নৃশংসতা-গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা ●   সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান: পাক মন্ত্রীর হুঁশিয়ারি ●   গাজায় থামছেই না ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত বেড়ে প্রায় ৫৩ হাজার ●   কেন রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা! ●   নতুন আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ●   মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পদত্যাগ
ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন
৯০১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাইনালে উঠলে ভারতকেই চান সাকলায়েন

---বিবিসি২৪নিউজ, খেলা ডেস্কঃ ভারত–পাকিস্তান ম্যাচ পুরো ক্রিকেট বিশ্বের জন্যই ‘লোভনীয়’ এক বিষয়। এ ম্যাচের আগে যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। উড়তে থাকে উত্তেজনার রেণু। ম্যাচ শেষেও উত্তেজনার সেই রেশ থেকে যায়—সে তো এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার দুই দলের ম্যাচের পরের বিভিন্ন ঘটনাই প্রমাণ করেছে। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েনের কারণে এখন আর ভারত–পাকিস্তানের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ দেখা যায় না। শুধু বৈশ্বিক কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয় ভারত–পাকিস্তান।

২০১৯ বিশ্বকাপের পর গত রোববারই প্রথম দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেই লড়াইয়ে একতরফা জয় পেয়েছে পাকিস্তান। ভারতকে উড়িয়ে দিয়ে শুরু হয়েছে তাদের বিশ্বকাপ। এখন আরেকটি ভারত–পাকিস্তান লড়াই দেখার অপেক্ষা শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বের। সেটা তো এই বিশ্বকাপেও হতে পারে। যদি সেটাই হয়, তাহলে কোন পর্বে আবার দেখা হবে ভারত–পাকিস্তানের? যেহেতু একই গ্রুপে পড়েছে, তাই দুই দলই যদি সুপার টুয়েলভ পার করে সেমিফাইনালে ওঠে, তাহলে নিজেদের মধ্যে দেখা হবে না। দুই দলের আবার দেখা হতে পারে কেবল ফাইনালেই।

বিশ্বকাপের ফাইনালে যদি মুখোমুখি হয় ভারত–পাকিস্তান, বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের জন্য সেটা হবে স্বপ্নের এক ফাইনাল! শুধু বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরাই কেন, এমন একটি ফাইনালের অপেক্ষায় আছেন এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলায়েন মুশতাকও। ভারত–পাকিস্তান যত বেশি ম্যাচে মুখোমুখি হবে, দুই দেশের মধ্যে তত বেশি করে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে পড়বে বলে মনে করেন সাকলায়েন।আফগানিস্তানের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাকলায়েন বলেছেন, ‘ভারত যদি ফাইনালে ওঠে, সেটি হবে দারুণ এক ব্যাপার। অন্তত আমার কাছে এটাই মনে হয়। এটা আমি তাদের সুপার টুয়েলভে হারিয়েছি বলে বলছি না। তারা শক্তিশালী এক দল। সবাই এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের ব্যাপারে তাদের ফেবারিট মনে করে। তাদের সঙ্গে আরেকটা ম্যাচ খেলতে পারলে আমাদের সম্পর্কটা আরও ভালো হবে বলেই আমি এটা চাইছি।’

ভারতের বিপক্ষে ম্যাচে দুই দলের খেলোয়াড় আর কোচ–কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য দেখে ভালো লেগেছে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ সাকলায়েনের, ‘আগের ম্যাচে বিরাট কোহলি আর এম এস ধোনি এবং আমাদের খেলোয়াড়েরা যে সম্পর্ক দেখিয়েছে, এটা দুর্দান্ত একটি বার্তাই দিয়েছে সবাইকে যে আমরা সবাই মানুষ। আমরা সবাই একে অপরকে ভালোবাসি। আর মাঠে যে ক্রিকেট লড়াইটা হয়েছে, সেটা শুধুই একটা খেলা।’ সাকলায়েন এরপর যোগ করেন, ‘এমন একটি বার্তা দেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দেরই অভিনন্দন। বন্ধুত্বেই সাফল্য, শত্রুতায় লুকিয়ে ব্যর্থতা।’সাকলায়েন ভারতের ফাইনালে ওঠার কথাগুলো যেভাবে বলেছেন, শুনে মনে হবে যে পাকিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন তারা ভারতের ফাইনালে ওঠার অপেক্ষা করছেন। কিন্তু ব্যাপারটা তা নয়। পাকিস্তান শুধুমাত্র সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে দলটিকে। কিন্তু সাকলায়েনকে ফাইনাল খেলার ভরসা জোগাচ্ছে তাঁর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দৃঢ়তা, ‘দলের সবার মানসিকতাটা এ রকম যে তারা চ্যাম্পিয়ন হবে। তবে এখানে আমরা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হতেই এসেছি।’

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য কী করতে হবে, সেই বার্তাও তিনি নিজের খেলোয়াড়দের দিয়ে রেখেছেন, ‘প্রতিপক্ষ কে, সেটা দেখার দরকার নেই। নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে হবে। ইংল্যান্ড শিরোপা জয়ে ফেবারিট, অস্ট্রেলিয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে, দক্ষিণ আফ্রিকাও তাই। আমি মনে করি, আত্মনিবেদন, মানসিকতা ও দৃঢ়তায় আর কী উপায়ে খেলবেন, সেটা আপনার হাতে। ফল অবশ্য কারও হাতে নয়। প্রতিপক্ষ কে, সেটা কোনো বিষয় নয়, আসল বিষয় হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারার সামর্থ্য।’

এরপর সাকলায়েন বলেছেন, ‘ভারত ফাইনালে উঠলে আইসিসি খুশি হবে। ক্রিকেটপ্রেমীরাও খুশি হবে।’ পাকিস্তানের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকেরাও খুশি হবে! চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা। আর সেই স্বপ্ন পূরণ যদি হয় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে, তাহলে তো খুশির বন্যাই বইবে পাকিস্তানে!



আর্কাইভ

পাকিস্তানের সম্পৃক্ততা এখনো প্রমাণ করতে পারেনি ভারত: শাহবাজ
পাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
ইসরায়েলি নৃশংসতা-গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা
গাজায় থামছেই না ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত বেড়ে প্রায় ৫৩ হাজার
কেন রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!
নতুন আরও ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
ভারতের প্রতি সমর্থন জানালেন যুক্তরাষ্ট্র
ভারতীয় সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সামরিক মহড়া
শাহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন