বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। পোপ হিসাবে রবার্টের নাম হবে পোপ লিও।
ক্যাথলিক খ্রিস্টানদের আনন্দে ভাসিয়ে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে দেখা গেল সাদা ধোঁয়া। এর মানে হল, নতুন একজন পোপ বেছে নিয়েছেন কার্ডিনালরা, যিনি হবেন পোপ ফ্রান্সিসের উত্তরসূরী।
কে এই নতুন পোপ তা এখনও প্রকাশ করা হয়নি।
বিবিসি জানিয়েছে, ঘণ্টাখানেকের ভেতরে কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে আসবেন। সেখানে নতুন পোপের নাম ঘোষণা করা হবে।
রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটাভুটির দ্বিতীয় দিনে ভোটের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও চতুর্থ দফার ভোটে এল সফলতা।
সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে বেরিয়ে এল সাদা ধোঁয়া। এই ধোঁয়া দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান মানুষ।
তারা ছুটে আসেন সামনে, কেউ কেউ আনন্দে লাফিয়ে ওঠেন, কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনায় মগ্ন হন।
চত্বরজুড়ে ততক্ষণে চার্চের ঘণ্টাধ্বনি বেজে ওঠে, যে ধ্বনি ছড়িয়ে পড়ে প্রতিটি কোণে। জনতার উচ্ছ্বাস আর আনন্দধ্বনি মিলে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হয়।
গ্রিস থেকে আসা এক দম্পতি বলেন, “জীবনে একবারই এমন মুহূর্তের সাক্ষী হওয়া যায়। ব্যালকনিতে পোপকে দেখার অপেক্ষায় থাকব আমরা।”
নির্বাচিত নতুন পোপকে নিয়ে যাওয়া হয়েছে একটি ছোট কক্ষে, যেখানে তিনি প্রথমবারের মতো পরবেন পোপের সাদা পোশাক। সেখানেই তিনি বেছে নেবেন নিজের পোপ নাম।
সব প্রস্তুতি শেষে, শিগগিরই ভ্যাটিকানের প্রধান ব্যালকনিতে এসে ঊর্ধ্বতন এক কার্ডিনাল ঘোষণা দেবেন ঐতিহাসিক বাক্য—‘হাবেমাস পাপাম’, যার অর্থ, “আমাদের একজন পোপ আছেন”।
এরপর জনতার সামনে হাজির করা হবে নতুন পোপকে। সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া হাজারো মানুষ এখন অপেক্ষায় সেই মুহূর্তের জন্য।
ভ্যাটিকানে জনতার ভিড়ের মধ্য দিয়ে এখন এগিয়ে যাচ্ছে একটি মার্চিং ব্যান্ড—গাঢ় নীল পোশাকে সজ্জিত সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে এগিয়ে চলেছেন সেন্ট পিটার্স স্কয়ারের ভিড়ের ভেতর দিয়ে। তাদের পাশে পাশে হাঁটছে ঐতিহ্যবাহী নীল-হলুদ ডোরাকাটা পোশাক পরিহিত গার্ডরা।
চারপাশের মানুষ করতালি দিচ্ছেন, অনেকেই মোবাইল ফোন তুলে ধরেছেন এই মুহূর্তটি ধরে রাখতে। পোপ নির্বাচন ঘিরে ভ্যাটিকানে উৎসবের আবহ আরও ঘন হয়ে উঠছে। সেন্ট পিটার্স স্কয়ারে এখন গর্জে উঠেছে জনতার কণ্ঠ—তারা একসঙ্গে ধ্বনি তুলেছেন, “পোপ দীর্ঘজীবী হোন”।
ব্যালকনির নিচে থেমে দাঁড়িয়েছে বাদ্যযন্ত্র বাজানো ব্যান্ড দল, তাদের সুর বেজে চলেছে। এই আবহে হঠাৎ করেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্কয়ারজুড়ে জড়ো হওয়া হাজারো মানুষ—তাদের করতালিতে মুখর হয়ে উঠেছে ভ্যাটিকান।




ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান ইহুদিদের
আবারও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা
মধ্যপ্রাচ্য পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন করলো ইসরায়েল
পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের কন্টিনজেন্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন
ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
বিশ্বে জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যে ভুগছে ১১০ কোটি মানুষ: জাতিসংঘ
সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী 